ওয়েন রুনির সংসারে কি ভাঙন ধরতে চলেছে?

ওয়েব ডেস্ক: ওয়েন রুনির সংসারে কি ভাঙন ধরতে চলেছে? এমনই দাবি করেছে ব্রিটেনের একটি সংবাদপত্র। তাদের দাবি রুনির স্ত্রী কলিন বিতশ্রদ্ধ হয়ে উঠেছেন। তার কারণ, ওয়েন রুনির আচরণ। সদ্য মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার করা হয়েছিল রুনিকে।পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অবশ্য শাস্তি হিসাবে আজকাল একশো দিনের কমিউনিটি সার্ভিস করছেন রুনি।

আরও পড়ুন জাপান ওপেন থেকে বিদায় নিলেন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়াল

কলিন নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন এটা রুনির জীবনে হওয়ার প্রয়োজন। ঘনিষ্ট মহলে কলিন জানিয়েছেন রুনি আজও ছোট্ট বাচ্চাই রয়ে গেছেন। বাড়িতে থাকলে রুনি কোনও কাজ করেন না। সারাদিন প্লে স্টেশনে গেম খেলাই একমাত্র কাজ রুনির। কমিউনিটি সার্ভিসের পর বদলে যাওয়া রুনিকে পাওয়া যাবে বলে ধারণা অন্তঃসত্বা কলিনের।

আরও পড়ুন  স্টিভ স্মিথের স্বপ্নের দলে দুই ভারতীয় থাকলেও, নেই বিরাট কোহলি

 

English Title: 
Wayne Rooney's wife Coleen wants him to grow up
News Source: 
Home Title: 

ওয়েন রুনির সংসারে কি ভাঙন ধরতে চলেছে?

ওয়েন রুনির সংসারে কি ভাঙন ধরতে চলেছে?
Yes
Is Blog?: 
No
Section: