WTC Final 2023 Live Streaming: কখন কোথায় কীভাবে দেখবেন হাইভোল্টেজ মহারণ? জানুন এক ক্লিকে সবিস্তারে

WTC 2023 Final Live Streaming, When And Where To Watch WTC 2023 Final: একেবারে দুয়ারে চলে এসেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আইপিএল উন্মাদনা শেষ। এবার সকলের চোখ আইসিসি-র খেতাবি লড়াইয়ে।  

Updated By: Jun 6, 2023, 11:57 AM IST
WTC Final 2023 Live Streaming: কখন কোথায় কীভাবে দেখবেন হাইভোল্টেজ মহারণ? জানুন এক ক্লিকে সবিস্তারে
রোহিতের কাঁধে এবার গুরুদায়িত্ব। ছবি-বিসিসিআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  হাতে আর মাত্র কয়েক ঘন্টা। আগামিকাল অর্থাৎ বুধবার থেকে ওভালের (The Oval) বাইশ গজে শুরু 'আল্টিমেট টেস্ট'। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে টিম ইন্ডিয়া (Team India)। এই প্রতিবেদনে জেনে নিন যে কীভাবে বহু প্রতীক্ষিত এই মহারণ টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে দেখবেন! 

কবে অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল?
৭-১১ জুন অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

কোথায় অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল?
লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

কখন অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল?
ভারতীয় সময়ে বিকেল তিনটে থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথা মেনে আধ ঘণ্টা আগে টস।

টিভি-তে কোন চ্যানেলে ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখাবে?
Star Sports Network টিভিতে সম্প্রচার করবে ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

অনলাইনে স্ট্রিম করে কোথায় ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখা যাবে?
Disney+Hotstar App ও ওয়েবসাইটে  ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখা যাবে।

আরও পড়ুন: WTC Final 2023: বিশ্বযুদ্ধের আগে নিদ্রাহীন অজিরা, দলের রক্তচাপ বাড়িয়েছে এই দুই ভারতীয়! অকপট স্মিথ
 

১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জোশ ইংলিস (উইকেটকিপার), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিয়ঁ, টড মারফি, স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: মিচেল মার্শ ও ম্য়াথিউ রেনেশ

১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদব

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

 

.