WTC Final 2023: বিশ্বযুদ্ধের আগে নিদ্রাহীন অজিরা, দলের রক্তচাপ বাড়িয়েছে এই দুই ভারতীয়! অকপট স্মিথ

Steve Smith Ahead Of WTC final against India: স্টিভ স্মিথ সাফ জানিয়ে দিলেন যে, মহাযুদ্ধে ভারতের দুই বোলারই তাঁদের মাথাব্যথার কারণ। ভারতকে রীতিমতো সমীহ করছেন প্রাক্তন অজি অধিনায়ক। স্মিথ বলে দিলেন যে, তাঁদের দারুণ ক্রিকেটই খেলতে হবে।

Updated By: Jun 6, 2023, 11:43 AM IST
WTC Final 2023: বিশ্বযুদ্ধের আগে নিদ্রাহীন অজিরা, দলের রক্তচাপ বাড়িয়েছে এই দুই ভারতীয়! অকপট স্মিথ
স্মিথ জানিয়ে দিলেন কোথায় হতে চলেছে চাপ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  হাতে আর মাত্র কয়েক ঘন্টা। আগামিকাল অর্থাৎ বুধবার থেকে ওভালের (The Oval) বাইশ গজে শুরু 'আল্টিমেট টেস্ট'। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে টিম ইন্ডিয়া (Team India)। কেমন হবে ভারতের প্রথম একাদশ, তা নিয়ে রীতিমতো গবেষণা শুরু হয়ে গিয়েছে। তবে রোহিত শর্মাদের (Rohit Sharma) দলের দুই বোলারকে নিয়ে রীতিমতো চাপে অস্ট্রেলিয়া। প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে অজি মহারথী স্টিভ স্মিথ (Steve Smith) সাফ স্বীকার করে নিলেন যে, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজই (Mohammed Shami and Mohammed Siraj) হতে চলেছেন বিশ্বযুদ্ধে ত্রাস। প্রাক্তন অজি অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটার রাখঢাক না করেই বলে দিলেন আসল কথা।

'আমরা বিশ্বাস করি যে, ভালো ক্রিকেট খেলেই ভারতকে হারাতে পারব। বিগত কয়েক বছর ধরেই আমরা ভালে খেলছি। ভারতও ভালো ক্রিকেট খেলেছে। দু'টো সেরা দল ফাইনাল খেলছে। আশা করি দারুণ ক্রিকেট হবে। আমি প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবিত নই। ভারত এবং অস্ট্রেলিয়ার জন্য একটা বড় সপ্তাহ আসতে চলেছে। ভারতের সিম ও সুইং বোলারদের পাশাপাশি স্পিনাররাও ভালো। আক্রমণ ভাগও তারিফ করার মতো। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজই ওদের প্রধান দুই বোলার। স্পিনারদের কথা বলতেই হবে। এই আবহাওয়ায় তারা ভালো করবে। এককথায় ভারতের আক্রমণ ভালো, আমাদের ওদের বিরুদ্ধে খুব ভালো খেলতে হবে। দেশের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। প্রতিটি সিরিজও। ৫০ ওভারের বিশ্বকাপ হতে এখনও অনেক দেরি আছে। আমরা সেটা জিততে চাই। কিন্তু বিশ্বকাপ নিয়ে পরে ফোকাস করা যাবে। এখন মাথায় টেস্ট।'

আরও পড়ুন: WTC Final 2023: প্রত্যাবর্তন প্রায় পাকা! ১৮ মাস পর এই মহারথী প্রথম একাদশে! বিরাট আপডেট দ্রাবিড়ের

১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জোশ ইংলিস (উইকেটকিপার), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিয়ঁ, টড মারফি, স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: মিচেল মার্শ ও ম্য়াথিউ রেনেশ

১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদব

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

 
 

 

.