বিশ্বকাপে এবার-কী হলে কী হবে

Updated By: Mar 10, 2015, 06:24 PM IST
বিশ্বকাপে এবার-কী হলে কী হবে

 

গ্রুপ এ- কোন চারটে দেশ কোয়ার্টার ফাইনালে উঠবে তা ঠিক হয়ে গিয়েছে। গ্রুপ সেরা হচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু বাকি তিনটি স্থানে কারা কারা থাকবে তা এখনও ঠিক হয়নি।

ম্যাচ বাকি -শ্রীলঙ্কা বনাম স্কটল্যান্ড (বুধবার)।। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (শুক্রবার)।। ইংল্যান্ড বনাম আফগানিস্তান (শুক্রবার)।। অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড

কার কত পয়েন্ট (৫ ম্যাচ পর)- ১) নিউজিল্যান্ড (১০ পয়েন্ট), ২) অস্ট্রেলিয়া (৭ পয়েন্ট), ৩) বাংলাদেশ (৭ পয়েন্ট), ৪) শ্রীলঙ্কা (৬ পয়েন্ট)

কী হলে কী হবে--গ্রুপের বাকি চারটি ম্যাচে  কোনও অঘটন না ঘটলে গ্রুপের প্রথম চারটি দল হবে যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডকে যদি বাংলাদেশ হারিয়ে দেয় সেক্ষেত্রে গ্রুপের স্থানে ওলটপালট হবে।

ভবিষ্যতবাণী- কোয়ার্টার ফাইনালে এই গ্রুপ থেকে চারটি দল হবে যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ।

গ্রুপ বি- একমাত্র ভারত ছাড়া এই গ্রুপ থেকে এখনও কোনও দল কোয়ার্টার ফাইনালে ওঠেনি। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন  হয়ে গিয়েছে। বিদায় নিয়েছে জিম্বাবোয়ে, সংযুক্ত আরবআমিরশাহি। পাকিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচের ওপর আগামী রবিবার পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের ওপর অনেক কিছু নির্ভর করছে।

কার কত পয়েন্ট (৫ ম্যাচ পর)- ১) ভারত (১০ পেয়ন্ট), ২) দক্ষিণ আফ্রিকা (৬ পয়েন্ট), ৩) পাকিস্তান (৬ পয়েন্ট), ৪) আয়ারল্যান্ড (৬ পয়েন্ট), ৫) ওয়েস্ট ইন্ডিজ (৪ পয়েন্ট)।

ম্যাচ বাকি-দ.আফ্রিকা বনাম সংযুক্ত আরবআমিরশাহি (বৃহস্পতিবার)।। ভারত বনাম জিম্বাবোয়ে (শনিবার)।। ও.ইন্ডিজ বনাম  সংযুক্ত আরবআমিরশাহি (রবিবার)।। পাকিস্তান বনাম আয়ারল্যান্ড (রবিবার)।
 
কী হলে কী হবে-- বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত। সেক্ষেত্রে ডিভিলিয়ার্সরা ৮ পয়েন্টে চলে যাবে। ইউএই-র বিরুদ্ধে ও.ইন্ডিজ'ও জিতবে। সেক্ষেত্রে  গেইলরা যাবে ৬ পয়েন্টে। এখন বড় প্রশ্ন রবিবার পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে। এই ম্যাচ পাকিস্তান জিতলে, মিসবরা ৮ পয়েন্টে সংগ্রহ করে নক আউটে উঠে যাবে। সেক্ষেত্রে চতুর্থ দল হিসাবে আয়ারল্যান্ড নাকি ওয়েস্ট ইন্ডিজ কারা নক আউটে যাবে তা ঠিক হবে। আবার সেই ম্যাচে আয়ারল্যান্ড জিতলে চতুর্থ দল হিসাবে নক আউটে ওঠার লড়াই হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।  নেট রান রেট ভাল থাকায় দ্বিতীয় স্থান পাওয়ার সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার।

ভবিষ্যতবাণী- কোয়ার্টার ফাইনালে এই গ্রুপ থেকে চারটি দল হবে যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ।

---------------------------------------
কোয়ার্টার ফাইনাল- গ্রুপ এ-র চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ বি-র চতুর্থস্থানে থাকা দলের সঙ্গে।  মানে নিউজিল্যান্ডের সঙ্গে মুখোমুখি হতে পারে ওয়েস্ট ইন্ডিজ অথবা আয়ারল্যান্ড
ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হতে পারে পাকিস্তানকে। আর দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হতে পারে শ্রীলঙ্কার।

কার কবে খেলা- কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা খেলবে ১৮ মার্চ, বুধবার। ১৯ মার্চ, বৃহস্পতিবার খেলবে বাংলদেশ। ২০ মার্চ শুক্রবার খেলবে অস্ট্রেলিয়া, ২১ মার্চ শুক্রবার খেলবে নিউজিল্যান্ড। গ্রুপ বি-র দলগুলি পয়েন্টের স্থান অনুযায়ী গ্রুপ এ-র দলগুলির মুখোমুখি হবে। অর্থাত্‍ সব হিসাব অনুযায়ী চললে ভারতের ম্যাচ ১৯ মার্চ, বৃহস্পতিবার।

------------------------------------

সেমিফাইনাল- শেষ চারে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার মুখোমুখি হতে পারে। কোয়ার্টার ফাইনালে নিজেদের নামের প্রতি সুবিচার করে খেললে সেমিতে ভারতের সামনে হয়তো অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে সেমিতে ভারতের ম্যাচ ২৬ মার্চ।  

 

.