Ravichandran Ashwin, WI vs IND: রোহিত-দ্রাবিড়কে কড়া বার্তা! মাঠে নেমেই বিরল রেকর্ড গড়লেন অশ্বিন

ক্যারিবিয়ান ইনিংসের বয়স তখন সবে ১২.৫ ওভার। ত্যাগনারায়ণ চন্দ্রপল বাইশ গজে জমে ওঠার চেষ্টা করছিলেন। ঠিক এমন সময় এই বাঁহাতি ওপেনারের অফ স্টাম্প উপড়ে দেন অশ্বিন। তাঁর স্পিন বুঝতে না পেরে বোল্ড হয়ে যান ত্যাগনারায়ণ। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 12, 2023, 10:43 PM IST
Ravichandran Ashwin, WI vs IND: রোহিত-দ্রাবিড়কে কড়া বার্তা! মাঠে নেমেই বিরল রেকর্ড গড়লেন অশ্বিন
বিদেশের মাটিতে সফল। সেটা ফের বোঝালেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব টেস্ট ফাইনালে (WTC Final 2023) তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছিল। সেটা নিয়ে কম জলঘোলা হয়নি। টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তবে সেই ঘটনাকে অতীত করে ফের স্বমহিমায় অভিজ্ঞ অফ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টে নেমেই বিরল রেকর্ড গড়লেন তিনি। ভারতের প্রথম বোলার হিসেবে বিপক্ষ দলের বাবা ও ছেলে, অর্থাৎ শিবনারায়ণ চন্দ্রপল (Shivnarine Chanderpaul) ও তাঁর ছেলে ত্যাগনারায়ণ চন্দ্রপলকে (Tagenarine Chanderpaul) প্যাভিলিয়নে ফেরানোর বিরল কীর্তি গড়লেন অশ্বিন। 

ক্যারিবিয়ান ইনিংসের বয়স তখন সবে ১২.৫ ওভার। ত্যাগনারায়ণ চন্দ্রপল বাইশ গজে জমে ওঠার চেষ্টা করছিলেন। ঠিক এমন সময় এই বাঁহাতি ওপেনারের অফ স্টাম্প উপড়ে দেন অশ্বিন। তাঁর স্পিন বুঝতে না পেরে বোল্ড হয়ে যান ত্যাগনারায়ণ। ৪৪ বলে ১২ রানে আউট হন এই ওপেনার। আর ত্যাগনারায়ণকে ফেরাতেই বিরল কীর্তি গড়ে বসলেন বিদেশের মাটিতে ব্রাত্য অফ স্পিনার। কারণ এর আগে ত্যাগনারায়ণের বাবা শিবনারায়ণ চন্দ্রপলকেও লাল বলের ক্রিকেটে আউট করেন তিনি। 

আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2023: হাইব্রিড মডেল মেনেই এশিয়া কাপ, পাক মুলুকে যাবে না রোহিতের টিম ইন্ডিয়া, জানাল বিসিসিআই

আরও পড়ুন: Rohit Sharma: আইসিসি ট্রফিতে চোকার্স টিম ইন্ডিয়া! 'শাক দিয়ে মাছ ঢাকলেন' রোহিত

টেস্টে কেরিয়ারে মোট চারবার কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপলকে আউট করেছেন অশ্বিন। ২০১১ সালে দিল্লি টেস্টে অভিষেক ঘটিয়েছিলেন অশ্বিন। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে শিবনারায়ণ চন্দ্রপলকে লেগ বিফোরে ফেরান অশ্বিন। সেই সিরিজেই ফের একবার সিনিয়র চন্দ্রপল তাঁর শিকার হয়েছিলেন। ইডেন গার্ডেন্সে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন অশ্বিন। সেই ম্যাচের প্রথম ইনিংসেও শিবনারায়ণ চন্দ্রপলকে লেগ বিফোর আউট হন। 

এর দুই বছর পর ২০১৩ সালে ফের ভারত সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটা ছিল সচিন তেন্ডুলকরের শেষ সিরিজ। 'গড অফ ক্রিকেট'-কে তাঁর ১৯৯তম টেস্টে বরণ করতে সেজে উঠেছিল ক্রিকেটের নন্দন কানন। অশ্বিন বিশ্ব ক্রিকেটে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন। সেই সিরিজেও ফের একবার তাঁর বিপক্ষে ছিলেন সিনিয়র চন্দ্রপল। সেবার ইডেন টেস্টে তাঁকে বোল্ড করে দিয়েছিলেন অশ্বিন। পরের ঘটনা এর কয়েক দিন বাদে ঘটেছিল। সেটা ছিল সচিনের ২০০তম টেস্টে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইশ গজে ফের একবার শিবনারায়ণ চন্দ্রপলকে বুঝে নিয়েছিলেন অশ্বিন। সেবার দ্বিতীয় ইনিংসে আবার লেগ বিফোর আউট হয়েছিলেন ক্যারিনিয়ান কিংবদন্তি। আর এবার অশ্বিনের শিকার তরুণ ত্যাগনারায়ণ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.