বিশ্ব মিটের ফাইনালে দুই রাজার লড়াই

পেশাদারি টেনিস বিশ্বে এখন দুটো রাজা। একজন চিরকালিন, আর একজন ফর্মের বিচারে এই সময়ের সেরা। প্রথম জন রজার ফেডেরার, দ্বিতীয় জন নোভাক জকোভিচ। পেশাদারি টেনিস বিশ্বের সেরাদের টুর্নামেন্টের পুরুষদের সিঙ্গলসে খেলবেন সেরা দুজনেই। অনেকেই বলছেন, বছরের সেরা আট খেলোয়াড়কে নিয়ে হওয়া এই প্রতিযোগিতাটায় বলে দেবে বর্তমান টেনিস বিশ্বে চলতি সময়ের সেরা কে? সোমবারের ফাইনাল ফেডেরার জিতলে এই প্রতিযোগতায় খেতাবের হ্যাটট্রিক করে ফেলবেন, আর জকোভিচ জিতলে এক নম্বর আসন ফিরে পাবেন।

Updated By: Nov 12, 2012, 04:17 PM IST

পেশাদারি টেনিস বিশ্বে এখন দুটো রাজা। একজন চিরকালিন, আর একজন ফর্মের বিচারে এই সময়ের সেরা। প্রথম জন রজার ফেডেরার, দ্বিতীয় জন নোভাক জকোভিচ। পেশাদারি টেনিস বিশ্বের সেরাদের টুর্নামেন্টের পুরুষদের সিঙ্গলসে খেলবেন সেরা দুজনেই। অনেকেই বলছেন, বছরের সেরা আট খেলোয়াড়কে নিয়ে হওয়া এই প্রতিযোগিতাটায় বলে দেবে বর্তমান টেনিস বিশ্বে চলতি সময়ের সেরা কে? সোমবারের ফাইনাল ফেডেরার জিতলে এই প্রতিযোগতায় খেতাবের হ্যাটট্রিক করে ফেলবেন, আর জকোভিচ জিতলে এক নম্বর আসন ফিরে পাবেন।
অলিম্পিক ফাইনালে হারের প্রতিশোধ তুলে খেতাবি লড়াইয়ের চূড়ান্ত ধাপে উঠলেন ফেডেরার। অন্য সেমিফাইনালে জকোভিচ জেতেন মেসির দেশের এক নম্বর টেনিস খেলোয়াড় দেলপত্রোর বিরুদ্ধে। গত দুবারের চ্যাম্পিয়ন ফেডেরার স্ট্রেট সেটে ৭-৬, ৬-২ হারান মারেকে। এই প্রতিযোগিতা মানে ওয়ার্ল্ড ট্যুরে অসাধারণ রেকর্ড সুইস কিংবদন্তির। শেষবার ফেডেরার এই প্রতিযোগিতায় হারেন ২০০৯। এরপর বিশ্ব মিটে ফেডেরার রাজ চলছে। আদরের জোকার সেই রাজ ভাঙতে পারবেন সেটাই বড় প্রশ্ন।

.