WTC 2023-2025: পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিদেশে ভারতের অগ্নিপরীক্ষা, দেখে নিন পুরো সূচি

আগামী ১২ জুলাই থেকেই শুরু হয়ে যাবে ভারতীয় দলের পরবর্তী টেস্ট লড়াই। প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তবে বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা (South Africa), অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট দলকে সামলাতে হবে টিম ইন্ডিয়াকে। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 12, 2023, 07:09 PM IST
WTC 2023-2025: পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিদেশে ভারতের অগ্নিপরীক্ষা, দেখে নিন পুরো সূচি
আরও কঠিন পরীক্ষার মুখে টিম ইন্ডিয়া। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২১ সালের পর এবার ২০২৩। পরপর দু'বার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC World Test Championship Final) ব্যর্থ টিম ইন্ডিয়া (Team India)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ৮ উইকেটে হেরে যাওয়ার পর, এবার ওভালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ২০৯ রানে অসহায় আত্মসমর্পণ করেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল। এরমধ্যে এবারের মেগা ফাইনাল শেষ হতেই, ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship 2023-2025) সূচি ঘোষণা করে দিল আইসিসি (ICC)।

আগামী ১২ জুলাই থেকেই শুরু হয়ে যাবে ভারতীয় দলের পরবর্তী টেস্ট লড়াই। প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। তবে বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা (South Africa), অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট দলকে সামলাতে হবে টিম ইন্ডিয়াকে। আগামী দু’বছরে নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচটি, বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে দুটি এবং নিউ জিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত। গত দু'বারের মতো ২০২৫ সালের বিশ্ব টেস্ট ফাইনালের (ICC World Test Championship Final 2025) আসর ইংল্যান্ডেই বসবে। এবার ভেন্যু লর্ডস (Lords)। 

আরও পড়ুন: Sachin Tendulkar, WTC2023: অশ্বিনকে বাদ দেওয়া ইস্যুতে রোহিত-রাহুলকে ধুয়ে দিলেন ক্ষুব্ধ সচিন

আরও পড়ুন: Ravichandran Ashwin, WTC Final 2023: রাহুল-রোহিতের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন 'ব্রাত্য' অশ্বিন! কী লিখলেন?

একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের টেস্টের সূচি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়া। দুটি টেস্ট (জুলাই/অগাস্ট ২০২৩): 

*১২-১৬ জুলাই: প্রথম টেস্ট- উইন্ডসোর পার্ক, ডমিনিকা 
*২০-২৪ জুলাই: দ্বিতীয় টেস্ট- কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ 

দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়া: 

*দুটি টেস্ট (ডিসেম্বর ২০২৩-জানুয়ারি ২০২৪) 

ভারত সফরে ইংল্যান্ড: 

*পাঁচটি টেস্ট  (জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৪) 

ভারত সফরে বাংলাদেশ: 

*দুটি টেস্ট (সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪) 

ভারত সফরে নিউজিল্যান্ড: 

*তিনটি টেস্ট (অক্টোবর-নভেম্বর ২০২৪) 

অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া: 

*পাঁচটি টেস্ট  (নভেম্বর ২০২৪ - জানুয়ারি ২০২৫) 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.