ডাউন কালকা মেল থেকে উদ্ধার বস্তাবন্দি ২৪০টি কচ্ছপ

ট্রেন থেকে উদ্ধার হল বস্তাবন্দি কচ্ছপ। শুক্রবার সকালে বর্ধমান স্টেশন ডাউন কালকা মেল থেকে কচ্ছপগুলি উদ্ধার করে বর্ধমান স্টেশনের জিআরপি।

Updated By: Jan 5, 2018, 12:29 PM IST
ডাউন কালকা মেল থেকে উদ্ধার বস্তাবন্দি ২৪০টি কচ্ছপ

নিজস্ব প্রতিবেদন : ট্রেন থেকে উদ্ধার হল বস্তাবন্দি কচ্ছপ। শুক্রবার সকালে বর্ধমান স্টেশন ডাউন কালকা মেল থেকে কচ্ছপগুলি উদ্ধার করে বর্ধমান স্টেশনের জিআরপি।

জানা গেছে, আজ সকালে ডাউন কালকা মেল বর্ধমান স্টেশনে এলে রুটিন তল্লাশি চালায় জিআরপি। রুটিন তল্লাশির সময় ডাউন কালকা মেলের জেনারেল বগির সিচের নীচে কতগুলি বস্তা দেখতে পান জিআরপি কর্মীরা। বস্তাগুলি খুলতেই সেখান থেকে কচ্ছপ বেরিয়ে আসে।

আরও পড়ুন, ঘন কুয়াশায় জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি, মৃত্যু ছৌ শিল্পীর

মোট ৬টি বস্তা থেকে ২৪০টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

.