ঘন কুয়াশায় জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি, মৃত্যু ছৌ শিল্পীর

ঘন কুয়াশার কারণে জাতীয় সড়কের উপর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। দু্র্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ছৌ শিল্পী। আহত হয়েছেন আরও ৮ জন ছৌ শিল্পী। শুক্রবার সকালে বুদবুদের কাছে বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে।

Updated By: Jan 5, 2018, 11:56 AM IST
ঘন কুয়াশায় জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি, মৃত্যু ছৌ শিল্পীর
আহত শিল্পী

নিজস্ব প্রতিবেদন : ঘন কুয়াশার কারণে জাতীয় সড়কের উপর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। দু্র্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ছৌ শিল্পী। আহত হয়েছেন আরও ৮ জন ছৌ শিল্পী। শুক্রবার সকালে বুদবুদের কাছে বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার সকাল থেকেই হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু বর্ধমান। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে ঘন কুয়াশা। জানা গেছে, ছৌ নাচের দলটি পুরুলিয়া থেকে ক্যান্টারে করে দক্ষিণ ২৪ পরগনায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায়, বুদবুদের কাছে জাতীয় সড়কের উপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। ডিভাইডারে ধাক্কা মেরেই উল্টে যায় ক্যান্টারটি।

আরও পড়ুন, দশের নীচে নামল পারদ, প্রবল ঠান্ডায় জবুথবু বাংলা

ঘটনাস্থলেই মৃত্যু হয় ছৌ শিল্পী উমেশচন্দ্র মাহাতর। আহত হন আরও ৮ জন শিল্পী। আহতরা বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন।

.