খালের জলে ডুবে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরের

জোয়ারের জল বেড়ে যাওয়ায় এই বিপত্তি বলে মনে করছেন স্থানীয়রা।

Updated By: Jun 27, 2021, 07:51 PM IST
খালের জলে ডুবে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরের

নিজস্ব প্রতিবেদন: জলে ডুবে মৃত্যু এক মাধ্যমিক পরীক্ষার্থীর। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘটনা। 

মহিষাদলের (Mahisadal) গাজিপুর এলাকায় মামাবাড়িতে বেড়াতে এসে খালে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থী বিশ্বজিৎ বেরার (১৬)। 

রূপনারায়ণের সঙ্গে যোগ আছে এরকম এক গ্রামীণ খালে এই দুর্ঘটনা ঘটে। জোয়ারের জল বেড়ে যাওয়ায় এই বিপত্তি বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন: নদিয়ায় গেরুয়াশিবিরে জোর ধাক্কা, BJP ছেড়ে এবার তৃণমূলে মুকুল রায়ের নির্বাচনী এজেন্ট

মহিষাদলের জালিসাই এলাকার বাসিন্দা ওই কিশোর তিন দিন আগে মহিষাদল এলাকারই গাজিপুরে তার মামাবাড়িতে আসে। 

আজ, রবিবার দুপুর  সাড়ে বারোটা নাগাদ দুই নাবালক মামাতো ভাইকে নিয়ে খালে স্নান করতে নামে সে। সেই সময়ে হঠাৎই জোয়ার চলে আসায় খালের জল হঠাত্‍ অনেকটা বেড়ে যায়। অন্য দুইভাই জল থেকে উঠে আসতে পারলেও উঠতে পারেনি স্বরূপ। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শোকের ছায়া গোটা এলাকায়। জানা গিয়েছে, খালের তীরবর্তী ঝোপে সে আটকে গিয়েছিল। তাই বেরোতে পারেনি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: বৃষ্টিতে ধসছে মাটি, ভেঙে পড়তে পারে নতুন স্কুলবাড়ি

.