হাসপাতালের ভিতরে রাস্তা চিনতে নাকি ভুল হয়েছে! করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে পালানোর চেষ্টা রোগীর

 রাতে হাসপাতালের ভিতরে রাস্তা চিনতে ভুল হয়৷ তাই কার্নিস দিয়েই নেমে পড়েন তিনি৷ তাঁকে কড়া নজরে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

Updated By: Apr 11, 2020, 12:09 PM IST
হাসপাতালের ভিতরে রাস্তা চিনতে নাকি ভুল হয়েছে! করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে পালানোর চেষ্টা রোগীর

নিজস্ব প্রতিবেদন: করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে এক রোগীর পালানোর চেষ্টা।  ঘটনাকে ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ, দমকল, স্বাস্থ্যকর্মীদের দীর্ঘ চেষ্টার পর হয় নাটকের অবসান। পুনরায় রোগীকে ওয়ার্ডে ফেরাতে সক্ষম হয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল  কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগী আইসোলেশন ওয়ার্ডে থাকলেও এখনও তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসেনি।

করোনায় মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে, রাজ্যপালের সঙ্গে দেখা করে আজ জানাবে বিজেপি
ওমপ্রকাশ পান্ডে নামে উত্তর প্রদেশের এক ব্যক্তি করোনা আক্রান্ত সন্দেহে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি। প্রায় ১২ দিন ধরে চিকিত্সকদের পর্যবেক্ষণেই আছেন তিনি। শুক্রবার রাতে হাসপাতালের ৩ তলার আইসোলেশন ওয়ার্ডের জানলার কার্নিশ বেয়ে পালাবার চেষ্টা করেন ওমপ্রকাশ৷
 সেই মুহুর্তে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ও পুলিশ বিভিন্ন দিক থেকে ওমপ্রকাশকে ঘিরে ফেলেন। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস খবর পেয়েই ছুটে আসেন সেখানে। খবর যায় রায়গঞ্জ থানা ও রায়গঞ্জ দমকল কর্মীদের কাছে।  প্রায় আড়াই ঘণ্টা নাটকের পর ওই রোগীকে উদ্ধার করে ফের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়৷
ওমপ্রকাশের বক্তব্য, জ্বর ও মুখ দিয়ে রক্ত পড়ার উপসর্গ  নিয়ে হাসপাতালে ভর্ত্তি হন তিনি। তাঁর নাকি রাতে হাসপাতালের ভিতরে রাস্তা চিনতে ভুল হয়৷ তাই কার্নিস দিয়েই নেমে পড়েন তিনি৷ তাঁকে কড়া নজরে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
 মেডিক্যাল কলেজের সহকারি সুপার অভীক মাইতি জানান, রোগী সম্ভবত মানসিক সমস্যার জন্য আইসোলেশন ওয়ার্ড থেকে পালাতে চাইছিলেন।  কাউন্সিলিং করা হবে। তবে আইসোলেশন ওয়ার্ডে থাকলেও ওই রোগীর করোনা পজিটিভ কোনও রিপোর্ট নেই।

.