Howrah Skeleton: লিলুয়ায় পরিত্যক্ত জলাভূমিতে মিলল মহিলার কঙ্কাল...

গত ২৪ অগাস্ট থেকে নিখোঁজ লিলুয়ারই আনন্দ এলাকার বাসিন্দা গীতা মালিক। স্থানীয় বাসিন্দাদের দাবি, জলাজমিতে যে কঙ্কালটি  পড়েছিল, সেটি নাকি ওই মহিলারই! 

Updated By: Jan 16, 2023, 06:49 PM IST
Howrah Skeleton: লিলুয়ায় পরিত্যক্ত জলাভূমিতে মিলল মহিলার কঙ্কাল...

দেবব্রত ঘোষ: ফের কঙ্কাল উদ্ধার। কোথায়? পরিত্যক্ত জলাভূমিতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কঙ্কালটি নাকি এলাকার এক প্রবীণ মহিলার! মালদহের পর এবার হাওড়ার লিলুয়া। 

স্থানীয় সূত্রে খবর, লিলুয়ার ঝাউতলা এলাকায় ওই জলাভূমিতে সচরাচর কেউ যান না। বেশিরভাগ সময়ই জল জমে থাকে। তাহলে কীভাবে কঙ্কালের হদিশ মিলল? সম্প্রতি জল নেমে যাওয়ার পর, এদিন ওই জমিতে কাঠ কাটতে যান কয়েকজন। তাঁরা দেখেন, ঝোপের মাঝে পড়ে রয়েছে মানুষের হাড়গোড়া, মাথার খুলি! খবর দেওয়া হয় থানায়। হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করে নিয়েছে পুলিস।

এদিকে গত ২৪ অগাস্ট থেকে নিখোঁজ লিলুয়ারই আনন্দ এলাকার বাসিন্দা গীতা মালিক। স্থানীয় বাসিন্দাদের দাবি, জলাজমিতে যে কঙ্কালটি  পড়েছিল, সেটি নাকি ওই মহিলারই! বস্তুত, ঘটনাস্থল থেকে লাল রংয়ের পলাও পাওয়া গিয়েছে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গীতার ছেলে সুভাষ মালিক। কঙ্কালটি মায়ের বলে দাবি করেছেন তিনিও।  কীভাবে মৃত্যু হল ওই মহিলার? কঙ্কালটিইবা জলাভূমি এল কীভাবে? তদন্তে নেমেছে পুলিস।

আরও পড়ুন: Sonarpur: বঁটি দিয়ে বৌদিকে কুপিয়ে খুনের চেষ্টা, দেওরকে গণধোলাই স্থানীয়দের

এর আগে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা পরিত্যক্ত ঘর পরিষ্কার করার সময়ে পাওয়া গিয়েছিল কঙ্কাল। পাশেই পড়েছিল জামা-কাপড়। বছর পাঁচেক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই এলাকারই বাসিন্দা  মনোজ সর্দার। রংয়ের কাজ করতেন তিনি। থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন পরিবারের লোকেরা। জামা-কাপড় দেখে কঙ্কালটি তাঁর স্বামীর বলে দাবি করেন মনোজের স্ত্রী। মালদহে শহরে আবার পুরসভার পার্কিং লটে পাওয়া গিয়েছিল কাটা মুণ্ডু! 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.