WB Flood Situation: তারকেশ্বরে হাইড্রেনের জলে ভেসে গেল ২ বছরের শিশু

ঘণ্টা খানেক বাদে দেহ উদ্ধার করলেন স্থানীয়রা।

Updated By: Aug 5, 2021, 04:28 PM IST
WB Flood Situation:  তারকেশ্বরে হাইড্রেনের জলে ভেসে গেল ২ বছরের শিশু

নিজস্ব প্রতিবদন: মামার বাড়িতে এসেও বন্যার হাত থেকে রেহাই মিলল না! প্রবল বৃষ্টির পর হাইড্রেনের জলে ভেসে গেল ২ বছরের শিশু। কয়েক ঘণ্টা বাদে দেহ উদ্ধার করলেন স্থানীয়রা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরে।

প্রবল বৃষ্টিতে বানভাসি দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওড়া, পশ্চিম মেদিনীপুরের মতোই ডিভিসি জল ছাড়ার পর বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে হুগলিতেও। পরিস্থিতি এমনই যে, গতকাল প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে আমতা থেকে কলকাতা ফিরতে হয় মুখ্যমন্ত্রীকে। বন্যাকবলিত হুগলির খানাকুলে আর যেতে পারেননি। শুক্রবার ফের খানাকুলে যেতে পারেন তিনি। 

আরও পড়ুন: ৩১-ডি জাতীয় সড়কের উপর দিয়ে সদ্য বানানো উড়ালপুলে ফাটল ও গর্ত ,আতঙ্কিত এলাকাবাসী

স্থানীয় সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে জলে তলায় চলে গিয়েছিল তারকেশ্বর শহরের ১৪ ওয়ার্ড। এখন অবশ্য এলাকা থেকে জল নেমে গিয়েছে। তবে, হাইড্রেনটি  জলে পরিপূ্র্ণ এখনও। শহরের বিভিন্ন এলাকা-সহ বেশ কয়েকটি ব্লকের জমা জল ওই ড্রেন দিয়ে গিয়ে পড়ছে স্থানীয় একটি খালে। এদিন সকালে খেলতে খেলতেই ড্রেনে পড়ে যায় ২ বছরের শিশু। ঘটনাটি তখন পরিবারের কারও নজরে পড়েনি। ঘণ্টা খানেক বাদে এক কিমি দূরে খালে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এক সপ্তাহ আগে বিহারে বন্যার জেরে মা-য়ের সঙ্গে তারকেশ্বরের মামার বাড়িতে এসেছিল সে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.