আজ আউশগ্রাম যাচ্ছেন সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়রা

আউশগ্রাম যাচ্ছে বিজেপি। পিচকুড়িতে তৃণমূল অফিসে বিস্ফোরণের NIA তদন্ত দাবি করেছে তারা। আজ ঘটনাস্থলে যাচ্ছেন সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়। রবিবার বিকেলে আউশগ্রামের তৃণমূল অফিসে বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে তত্ক্ষ নাত্‍, ধূলিসাত্‍ হয়ে যায় প্রায় সাতশো বর্গফুটের গোটা পাকা বাড়ি। রবিবারই রাতেই ঘটনাস্থলে যায় জেলা পুলিসের টিম। এরপর সোমবার সেখানে যায় CID ও বম্ব ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা।

Updated By: May 9, 2017, 08:58 AM IST
 আজ আউশগ্রাম যাচ্ছেন সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়রা

ওয়েব ডেস্ক: আউশগ্রাম যাচ্ছে বিজেপি। পিচকুড়িতে তৃণমূল অফিসে বিস্ফোরণের NIA তদন্ত দাবি করেছে তারা। আজ ঘটনাস্থলে যাচ্ছেন সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়। রবিবার বিকেলে আউশগ্রামের তৃণমূল অফিসে বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে তত্ক্ষ নাত্‍, ধূলিসাত্‍ হয়ে যায় প্রায় সাতশো বর্গফুটের গোটা পাকা বাড়ি। রবিবারই রাতেই ঘটনাস্থলে যায় জেলা পুলিসের টিম। এরপর সোমবার সেখানে যায় CID ও বম্ব ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা।

আরও পড়ুন আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর ১৫৭তম জন্মদিবস

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান,বিস্ফোরণ হয়েছে সকেট বোমা থেকে। তৃণমূলের অভিযোগ, বিরোধী আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুঁড়েছে। আর বিরোধীরা বলছে, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ তৃণমূল অফিসে।

আরও পড়ুন  তপন দত্ত হত্যা মামলায় কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে নিম্ন আদালতে নতুন করে শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

.