লক্ষ্য ২০১৯, বাঙালির মন জিততে এবার নেতাজির শরণে বিজেপি

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাঙালিদের মনে নেতাজি নিয়ে আবেগ বিলক্ষণ জানে বিজেপির থিংক ট্যাঙ্ক। তাই নেতাজিকে হাতিয়ার করে ২০১৯ নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করেছে তারা। 

Updated By: Oct 16, 2018, 12:55 PM IST
লক্ষ্য ২০১৯, বাঙালির মন জিততে এবার নেতাজির শরণে বিজেপি

নিজস্ব প্রতিবেদন: লক্ষ্য পশ্চিমবঙ্গ। তাই এবার নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সামনে রেখে এগোতে চাইছে বিজেপি। নয়া দিল্লি সূত্রের খবর, আগামী ২১ অক্টোবর আজাদ হিন্দ ফৌজের ৭৫তম প্রতিষ্ঠা দিবসে একটি সংগ্রহশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লাল কেল্লায় এই উপলক্ষ্যে অনুষ্ঠানেরও আয়োজন হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও হাজির থাকবেন কেন্দ্রের একাধিক মন্ত্রী ও আজাদ হিন্দ ফৌজের সদস্যরা। 

জানা গিয়েছে, আজাদ হিন্দ ফৌজের ৭৫তম প্রতিষ্ঠাদিবসে ২১ অক্টোবর একটি সংগ্রহশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সংগ্রহশালায় থাকবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ব্যবহৃত নানা সামগ্রী। অনুষ্ঠানে হাজির থাকবেন অবসরপ্রাপ্ত সেনা কর্তারা। এছাড়া থাকবেন আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা। 

এছাড়া ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ার যাবেন প্রধানমন্ত্রী মোদী। ১৯৪৩ সালে এই দিনেই ভারতীয় ভূখণ্ডে প্রথম স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন নেতাজি। আজাদ হিন্দ ফৌজের সেই পতাকা উত্তোলনের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে আন্দামান যাবেন মোদী। সেখানে তেরঙ্গা পতাকা তুলবেন তিনি। 

ভারত ভূখণ্ডে প্রথম পতাকা উত্তোলনের স্মৃতিতে ১৫০ ফুট উঁচু পতাকা তুলবেন মোদী। সঙ্গে নেতাজির স্মরণে একটি ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করবেন তিনি। এর পর সেলুলার জেলে যাবেন প্রধানমন্ত্রী। 

রাস্তায় 'দাগ'! সপ্তমীর ভোরে বাড়ির অদূরে উদ্ধার পঞ্চম শ্রেণির ছাত্রের দেহ

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাঙালিদের মনে নেতাজি নিয়ে আবেগ বিলক্ষণ জানে বিজেপির থিংক ট্যাঙ্ক। তাই নেতাজিকে হাতিয়ার করে ২০১৯ নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করেছে তারা। 

.