Raiganj: সরাতে হবে জেলা সভাপতিকে, দলীয় কার্যালয়ে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের

নির্বাচন চলাকালীন ইসলামপুরে অমিত শাহের রোড শো এর দিনই আচমকা উত্তর দিনাজপুরে বিজেপির জেলা সভাপতি বদল হয়

Updated By: Aug 4, 2021, 06:42 PM IST
Raiganj: সরাতে হবে জেলা সভাপতিকে, দলীয় কার্যালয়ে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের

নিজস্ব প্রতিবেদন: ঘোর অস্বস্তিতে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। জেলা সভাপতিকে অপসারণের দাবিতে দলীয় কার্যালয়ে তুমুল বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীদের একাংশ।

বুধবার দুপুরে, রায়গঞ্জের এমজি রোডে বিজেপি পার্টি অফিসে জড়ো হন বেশকিছু বিজেপি কর্মী। তাদের দাবি, সরাতে হবে জেলা সভাপতিকে। কারণ ভোটের পর একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির। কিছুই করতে পারছেন জেলা সভাপতি। দলীয় কর্মীরা হিংসার শিকার হচ্ছেন, নীরব রয়েছেন সভাপতি বাসুদেব সরকার। এর বিরুদ্ধে কোনও বড় আন্দোলন হচ্ছে না।

আরও পড়ুন-'খানাকুল যেতে চেয়েছিলাম, পারলাম না', DVC-কে দুষে কলকাতায় ফিরলেন Mamata

এদিকে, জেলা সভাপতি বাসুদের সরকার বলছেন অন্য কথা। তিনি বলেন, রাজ্য সভাপতির সামনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল দলের নেতা বলরাম চক্রবর্তীর বিরুদ্ধে । সে জন্য তাঁকে শোকজ করা হয়েছিল। সেদিক থেকে নজর ঘোরাতেই কয়েকজন বিক্ষোভ দেখিয়েছেন জেলা সদর দফতরে। এ নিয়ে ওইসব কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-Video: Mamata প্রধানমন্ত্রী হলে তবেই ঘাটাল মাস্টার প্ল্যান পাশ হবে: Dev

প্রসঙ্গত, নির্বাচন চলাকালীন ইসলামপুরে অমিত শাহের রোড শো এর দিনই আচমকা উত্তর দিনাজপুরে বিজেপির জেলা সভাপতি বদল হয়।  নির্বাচনের মাঝেই দায়িত্ব পান রায়গঞ্জের সাংসদ তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ঘনিষ্ঠ বাসুদেব সরকার। নির্বাচন পরবর্তীতেও জেলা সভাপতির ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তোলেন দলের অন্দরের একাংশ। এদিকে বুধবার এই বিক্ষোভ প্রকাশ্যে আসায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.