Halisahar: গঙ্গার ঘাটে বিস্ফোরণে কিশোরের মৃত্যু, আহত ৩ শিশু-সহ বেশ কয়েকজন

আতঙ্ক ছড়াল এলাকায়।

Updated By: Jan 27, 2022, 07:39 PM IST
Halisahar:  গঙ্গার ঘাটে বিস্ফোরণে কিশোরের মৃত্যু, আহত ৩ শিশু-সহ বেশ কয়েকজন

নিজস্ব প্রতিবেদন: কীভাবে বিস্ফোরণ ঘটল গঙ্গার ঘাটে? বিস্ফোরণে প্রাণ হারালেন বছর ঊনিশের এক কিশোর। ৩ শিশু-সহ আহত বেশ কয়েকজন। এখনও পর্যন্ত খোঁজ নেই ২ জনের। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার হালিশহরে (Halisahar)। 

এদিন বিকেলে হালিশহরের কোনা কলোনিতে আচমকাই বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণ ঘটে গঙ্গার পাড়ে, জগন্নাথ ঘাটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘাটের সামনে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে বেশিরভাগই শিশুই। তড়িঘড়ি আহতকে উদ্ধার হাসপাতালে নিয়ে যান এলাকার লোকেরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমিত সিং নামে বছর উনিশের এক কিশোরের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

 

আরও পড়ুন:  Siliguri: বোর্ডে অসমাপ্ত অঙ্ক, 'Maa I quit' লিখে 'আত্মঘাতী' দ্বাদশ শ্রেণির পড়ুয়া

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিন বিকেলেই গঙ্গার পাড়ে খেলতে আসত শিশুরা। যখন বিস্ফোরণ ঘটে, তখন জগন্নাথ ঘাটে বসে গল্প করছিলেন ৭-৮।  প্রত্যক্ষদর্শীদের অনুমান, একবার নয়, পরপর ৩ বার বিস্ফোরণ ঘটেছে। কিন্তু কীভাবে? পুলিস সূত্রে খবর, গঙ্গার পাড়ে টিনে ছাউনিতে ভিতর বোমা মজুত করা ছিল। কোনওভাবে সেই বোমা ফেটে গিয়েছে। এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্যের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন ব্যারাকপুরের পুলিস কমিশনার মনোজ বর্মা ও ডিসি (নর্থ জোন) শ্রীহরি পাণ্ডে । তদন্তে নেমেছে পুলিস।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.