যাদের মা-বাপের ঠিক নেই, তাদের CAA-NRC নিয়ে চিন্তা, বিরোধীদের খোঁচা দিলীপের

হাওড়ার সভা থেকে বিরোধীদের বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি।  

Reported By: অঞ্জন রায় | Updated By: Jan 17, 2020, 07:29 PM IST
যাদের মা-বাপের ঠিক নেই, তাদের CAA-NRC নিয়ে চিন্তা, বিরোধীদের খোঁচা দিলীপের

নিজস্ব প্রতিবেদন: যাদের মা-বাপের ঠিক নেই, তাদের চিন্তা। আমাদের মা-বাপ ঠিক আছে। দ্বিতীয়বার সভাপতি হওয়ার পর শুক্রবার আরও আগ্রাসী দিলীপ ঘোষ। CAA-NRC নিয়ে বিরোধীদের একহাত নিয়ে তাঁর আশ্বাস,''বাংলার হিন্দুদের চিন্তার দরকার নেই। আমরা আছি।''        

সিএএ-এনআরসি নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও হাওড়ায় অভিযোগ করেন দিলীপ। বলেন,''ওরা ভয় দেখাচ্ছে। মা-বাপের জন্ম তারিখ লাগবে না। আমাদের মা-বাপ ঠিক আছে। আমাদের কোনও চিন্তা নেই। যাদের মা-বাপের ঠিক নেই, তাদের চিন্তা।'' এনআরসি-সিএএ নিয়ে বাংলার হিন্দুদের কোনও চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন দিলীপ। তাঁর কথায়,''বাংলার হিন্দু সমাজের কিছু হবে না। কেউ কিছু বললে আমরা আছি।''

বাংলায় এনআরসি ও সিএএ কার্যকর হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী না চাইলেও বাংলায় এনআরসি হবে বলে চ্যালেঞ্জ ছুড়েছেন দিলীপ। বলেন, ৩৭০ ধারার বিরোধিতা করেছেন দিদিমণি। ৩৭০ চলে গেল।  রামমন্দিরের বিরোধিতা করেছেন। সেই রাম মন্দিরও হয়ে গেল। রাত্রে বেলায় গিয়ে পুজোও দিয়ে আসবেন।  সব প্রায়শ্চিত্ত ওখানেই হবে। সিএএ পাস হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার নির্দেশিকাও জারি করেছে। উনি বলেছিলেন, পাস হতে দেব না।''

মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উস্কানি দিয়েছেন বলেও দাবি করেন দিলীপ। তাঁর কথায়,''সংখ্যালঘু এলাকায় মানুষকে রাস্তায় নামিয়ে গাড়ি জ্বালিয়ে, ট্রেন জ্বালিয়ে দিয়েছিলেন।  আজ সব শান্ত কেন? আমাদের দিদিমণি সবাইকে বোকা বানিয়েছেন।''

এদিন NPR নিয়ে বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার। ওই বৈঠকে বাংলার কোনও প্রতিনিধি থাকবে না বলে আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবদের নিয়ে দিল্লিতে এনপিআর-র বৈঠকে ছিলেন না বাংলার কোনও প্রতিনিধি। বাকি সব রাজ্যের মুখ্যসচিবরাও হাজির হয়েছিলেন বৈঠকে। 

আরও পড়ুন- দেশে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের? কিছুই জানি না, BBC-কে জানালেন মমতা         

.