1/5
2/5
photos
TRENDING NOW
3/5
বিবিসি-র ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের বিভিন্নপ্রান্ত থেকে কলকাতায় আনা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। তারপর সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। নভেম্বরের শেষে বেঙ্গালুরু থেকে এমন ৫৯ সন্দেহভাজনকেও পশ্চিমবঙ্গে আনা হয়েছিল। মমতা বিবিসি-কে বলেছেন,''তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছিলাম। কিন্তু তারপর ওদের কী হল, সে খবর নেই।"
4/5
5/5
এক মানবাধিকার কর্মীকে উদ্ধৃত করে 'ভারত থেকে বাংলাদেশীদের 'পুশব্যাক' নিয়ে কিছুই জানতাম না: বিবিসিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি' প্রতিবেদনে BBC দাবি করেছে, ওই লোকগুলিকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে সরকার। গোপনে সীমান্ত পার করিয়ে দেওয়া হয়েছে। (তথ্য ও ছবি সূত্র: BBC-র 'ভারত থেকে বাংলাদেশীদের 'পুশব্যাক' নিয়ে কিছুই জানতাম না: বিবিসিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি' শীর্ষক প্রতিবেদন)
photos