ছট পুজোয় এবার ২ দিন ছুটি, বড় ঘোষণা নবান্নের

ছট পুজো রাজ্য সরকারি কর্মীরা ১ দিন ছুটি তো পাবেনই, পাশাপাশি যাঁরা ছট পুজো করবেন, তাঁরা পাবেন পরপর ২ টি ছুটি।

Updated By: Nov 12, 2018, 03:03 PM IST
ছট পুজোয় এবার ২ দিন ছুটি, বড় ঘোষণা নবান্নের

 নিজস্ব প্রতিবেদন:  ছট পুজো উপলক্ষে বাড়তি ছুটি ঘোষণা করল নবান্ন। ছট পুজো রাজ্য সরকারি কর্মীরা ১ দিন ছুটি তো পাবেনই, পাশাপাশি যাঁরা ছট পুজো করবেন, তাঁরা পাবেন পরপর ২ দিন ছুটি।  মঙ্গল ও বুধবার ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাড়িতে খুশির আবহ, প্রেমিককে বিয়ের ঠিক আগের মুহূর্তেই পাত্রীকে যে অবস্থায় দেখা গেল!

দুর্গাপুজোর সপ্তমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা ছুটি ছিল সরকারি কর্মীদের। এরপর ছুটি মেলে কালীপুজো, ভাইফোঁটায়। সোমবার থেকে সরকারি দফতরগুলি সব খোলে। চলতি সপ্তাহে একদিন অফিস করার পরই ফের ছুটি।  ছট পুজো উপলক্ষে সোমবার বিজ্ঞপ্তি জারি করে ছুটি ঘোষণা করল নবান্ন। জানিয়ে দেওয়া হয়েছে, ছট পুজো উপলক্ষে মঙ্গলবার ছুটি থাকবে সরকারি দফতরগুলি। যে সব সরকারি কর্মীরা ছট পুজো করবেন, তাঁদের ২ দিন ছুটি থাকবে।  সেকশনাল হলিডে গ্রাউন্ডে ১৪ নভেম্বর ছুটি পাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন:  ছাদে মেয়েকে নিয়ে বাজি ফাটাচ্ছিলেন আইনজীবী, স্ত্রীকে ডাকতে এসে বেডরুমে যে অবস্থায় দেখলেন...

প্রসঙ্গত, আগে ভাইফোঁটা কিংবা ছট পুজো উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি থাকত না। ক্ষমতায় আসার পরই এই দু’দিন ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

.