মনোনয়ন পর্বেই তৃণমূল প্রার্থীর মাথায় পরপর তিনটি গুলি

বামনগ্রাম মোসিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থীপদের দাবিদার ছিলেন মিজানুর। প্রার্থী বাছাই নিয়ে শুরু থেকেই চলছিল দলেরই দুই গোষ্ঠীর কাজিয়া। হঠাত্‍ই মিটিংয়ের মধ্যেই মিজানুরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় অপর পক্ষ। 

Updated By: Apr 3, 2018, 11:10 AM IST
মনোনয়ন পর্বেই তৃণমূল প্রার্থীর মাথায় পরপর তিনটি গুলি

নিজস্ব প্রতিবেদন:  পঞ্চায়েত ভোটের আগে রক্তে ভিজল মালদা। মনোনয়ন পর্বেই খুনোখুনি। প্রার্থী বাছাই নিয়ে বিবাদের জেরে মিটিংয়ের মধ্যেই তৃণমূল প্রার্থীকে গুলি চালিয়ে দিল বিপক্ষ শিবির। মৃতের নাম মিজানুর রহমান। মালদার কালিয়াচক থানার মোসিনপুরের জোলাপাড়ার ঘটনা।

আরও পড়ুন: সন্ত্রাস করে বিজেপিকে রুখতে পারবে না তৃণমূল, মমতাকে ফ্যসিস্ত বলে হুঙ্কার মুকুলের

মঙ্গলবার  স্থানীয় একটি স্কুলে প্রার্থী বাছাই নিয়ে মিটিং চলছিল। বামনগ্রাম মোসিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থীপদের দাবিদার ছিলেন মিজানুর। প্রার্থী বাছাই নিয়ে শুরু থেকেই চলছিল দলেরই দুই গোষ্ঠীর কাজিয়া। হঠাত্‍ই মিটিংয়ের মধ্যেই মিজানুরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় অপর পক্ষ। মিজানুরের মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে  তিনটে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিজানুর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় মিজানুরের। তদন্তে কালিয়াচক থানা।

আরও পড়ুন: মাঠপুকুর খুনে যাবজ্জীবন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের

.