নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে, চলবে আরও দু’দিন

Updated By: Oct 9, 2017, 09:19 AM IST
নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে, চলবে আরও দু’দিন

ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগারে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সঙ্গে চলছে দমকা হাওয়া। আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবারই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সেই আশঙ্কাকে সত্যি করে সোমবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার বিভিন্ন অংশে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। ‌যানবাহনের গতি অনেকটাউ মন্তর হয়ে গিয়েছে।

দক্ষিণবঙ্গের বর্ধমান, দুই ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সঙ্গে ঘণ্টার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আগামী দুদিন ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎসজীবীদের সমুদ্রে ‌যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন-যুবভারতীতে চিলিকে উড়িয়ে দিল ইংরেজরা

.