বাঁকুড়ার সারেঙ্গায় হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল গ্রামবাসীদের মধ্যে
বাঁকুড়ার সারেঙ্গায় হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল। সেখানকার গ্রামে বেশ কয়েকটি ঘর ভেঙেছে হাতিগুলো। আজ সকালে হঠাত্ই রাইপুর জঙ্গল থেকে দুটি হাতি বেরিয়ে আসে। এরপর তারা কংসাবতী নদী পেরিয়ে ঢুকে পড়ে বিক্রমপুর চৌতাড় এলাকায়। এরপর থেকে গ্রামের বিভিন্ন জায়গায় কার্যত দাপিয়ে বেড়ায় দুটি দাঁতাল।
ওয়েব ডেস্ক: বাঁকুড়ার সারেঙ্গায় হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল। সেখানকার গ্রামে বেশ কয়েকটি ঘর ভেঙেছে হাতিগুলো। আজ সকালে হঠাত্ই রাইপুর জঙ্গল থেকে দুটি হাতি বেরিয়ে আসে। এরপর তারা কংসাবতী নদী পেরিয়ে ঢুকে পড়ে বিক্রমপুর চৌতাড় এলাকায়। এরপর থেকে গ্রামের বিভিন্ন জায়গায় কার্যত দাপিয়ে বেড়ায় দুটি দাঁতাল।
আরও পড়ুন মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই রাজ্য পেতে চলেছে নিজস্ব সরকারি সঙ্গীত
আচমকাই এমন চোখের সামননে ঘটতে দেখে, ভয় পেয়ে গিয়ে, আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন বাসিন্দারা। বন দফতর না আসায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। তবে, হাতির আক্রমণে কোনও গ্রামবাসীর কোনও ক্ষতি । যদিও এলাকায় এখনও রয়েছে আতঙ্কের ছায়া।