ভরদুপুরে দুর্গাপুর সিটি সেন্টারে গুলির আওয়াজ! আসল ঘটনা সামনে আসতেই হতবাক সবাই

ট্রিগারে হাত পড়ে যাওয়াতেই দুর্ঘটনা। গুলি চলে যায় তাঁর নিজের বন্দুক থেকে।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jun 24, 2020, 05:36 PM IST
ভরদুপুরে দুর্গাপুর সিটি সেন্টারে গুলির আওয়াজ! আসল ঘটনা সামনে আসতেই হতবাক সবাই
জখম শেখ আলাউদ্দিন

নিজস্ব প্রতিবেদন : ভরদুপুরে গুলির আওয়াজ। জোর চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর সিটি সেন্টারে। কে গুলি করল? কোথা থেকে গুলি চলল? কাকে লক্ষ্য করে গুলি চালানো হল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে যখন উপস্থিত জনতা ব্যস্ত, তখনই সবাই দেখতে পান, দুর্গাপুর সিটি সেন্টারের এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম কাউন্টারের সামনে রক্তে ভেসে যাচ্ছেন এক নিরাপত্তারক্ষী। তবে কি এটিএম লুঠের চেষ্টা? এটিএম কাউন্টারে দুষ্কৃতীদলের হানা? মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা সিটি সেন্টারে। কিন্তু তারপরই সামনে আসে আসল ঘটনা। দেখা যায়, নিজের বন্দুকের গুলিতেই গুরুতর জখম হয়েছেন শেখ আলাউদ্দিন নামে ওই নিরাপত্তারক্ষী।

কী ঘটেছে আসলে?
দুর্গাপুর সিটি সেন্টারে বেঙ্গল সৃষ্টি বিল্ডিংয়ে এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম। প্রতিদিনের মত এদিনও দুপুরে টাকার গাড়ি আসে এটিএম কাউন্টারে টাকা ভর্তি করতে। ওই গাড়ির সঙ্গেই আসেন জখম নিরাপত্তারক্ষী। মোট ২ জন নিরাপত্তারক্ষী আসেন। এখন এটিএম মেশিনে ব্যাঙ্ক কর্মী যখন টাকা ভর্তি করছেন, তখন ব্যাঙ্কের সামনে সিঁড়িতে দুই পায়ের ফাঁকে বন্দুক নিয়ে বসেছিলেন শেখ আলাউদ্দিন। সেইসময়ই গুলি চলে যায় তাঁর নিজের বন্দুক থেকে। গুলি লাগে নিম্নাংশে। গুরুতর জখম হন শেখ আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁর নিজের বন্দুকের গুলিতেই জখম হন শেখ আলাউদ্দিন। ট্রিগারে হাত পড়ে যাওয়াতেই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। তাঁরা জানান, রক্তাক্ত অবস্থায় প্রায় মিনিট ১৫-২০ পড়েছিলেন শেখ আলাউদ্দিন। তারপর পুলিসের গাড়ি এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। প্রচুর রক্তপাত হয়েছে ওই নিরাপত্তারক্ষীর।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই নিরাপত্তারক্ষী। অন্যদিকে স্থানীয়দের বয়ানের ভিত্তিতে কীভাবে গুলি চলল, তার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিস। 

রাজ্যের আরও খবর পড়ুন, 

ঘাপটি মেরে ছিল রান্নাঘরে , টর্চের আলো পড়তেই বিকট ফোঁসের আওয়াজ

চূড়ান্ত আক্রোশ! সাপের বিষ দিয়েও স্ত্রীকে মারতে চেয়েছিল অমিত

.