Royal Bengal Tiger: ৪ দিন পর বাঘ ফিরল নিজ ডেরায়, স্বস্তিতে গোসাবাবাসী

আজ সকালে দেখা যায় যে, বাঘের পাগমার্ক জলের দিকে নেমে গিয়েছে।

Updated By: Jan 3, 2022, 11:37 PM IST
Royal Bengal Tiger: ৪ দিন পর বাঘ ফিরল নিজ ডেরায়, স্বস্তিতে গোসাবাবাসী
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : বাঘ ফিরল জঙ্গলে, স্বস্তিতে গোসাবা। ৪ দিন পর বাঘটি শেষমেশ লোকালয় থেকে জঙ্গলে ফিরে গিয়েছে, 'পাগমার্ক' দেখে এমনটাই জানিয়েছেন বন দফতরের।

গত ৪ দিন ধরে বাঘ ধরতে গিয়ে কার্যত নাকানিচোবানি খেতে হয় বনকর্মীদের। ৪ দিন ধরে প্রতি রাতেই অবস্থান বদল করছিল বাঘটি। বনকর্মীরা বাঘটিকে ধরতে গিয়ে যতবার স্ট্র্যাটেজি বদল করছিলেন, নয়া কৌশল নিচ্ছিলেন, ততবার যেন বনকর্মীদের চোখে ধুলো দিতে স্ট্র্যটেজি বদল করছিল রয়্যাল বেঙ্গল টাইগারটিও। এমনকি রবিবার বাঘের হামলায় জখম হন পার্থ হালদার নামে এক বনকর্মীও। তাঁর চোখে আঘাত লাগে। 

শেষমেশ রবিবার গভীর রাতে বাঘটি ভাটার সময় নদী পার করে জঙ্গলে ফিরে যায় বলে জানিয়েছেন বনকর্মীরা। বনকর্মীদের কথায়, আজ সকালে দেখা যায় যে, বাঘের পাগমার্ক জলের দিকে নেমে গিয়েছে। তারপর নদীর উল্টোপাড়ে গিয়ে বাঘের জঙ্গলে  ফিরে যাওয়া সম্পর্কে নিশ্চিত হন তাঁরা। গোসাবার চরঘেরির লোকালয়ে প্রথম ঢুকে পড়েছিল বাঘটি। তারপর থেকে ৪ দিন এদিক ওদিক করে বার বার অবস্থান বদলে শেষমেশ বাঘ ফিরল জঙ্গলে। স্বস্তির নিঃশ্বাস ফেললনে গোসাবাবাসী।

 

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। গোসাবার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের চরঘেরি এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। বেশ কয়েকটি জায়গায় বাঘের (Royal Bengal Tiger) পায়ের ছাপ দেখতে পান তাঁরা। এমনকী, শোনা যায় গর্জনও! এরপর বনকর্মীরা যখন গ্রামের সীমানায় জাল লাগানোর কাজ করছিলেন, তখন এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যেতে দেখা যায় বাঘটিকে। তারপর আর দিনভর কোনও খোঁজ পাওয়া যায়নি তার।

অন্যদিকে, এর আগে কুলতলিতেও লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘ। টানা ৬ দিন ধরে চেষ্টা করার পর শেষমেশ ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় বাঘটি। তখন সেটিকে বাগে আনা সম্ভব হয়।

আরও পড়ুন, Sundarban: ভরা মরশুমে বন্ধ পর্যটন, দিন চলবে কী করে? 'মাথায় হাত' সুন্দরবন ব্যবসায়ীদের

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.