Malbazar: ফের দাঁতালের হানা! রাতের অন্ধকারে হাতির পাল তছনছ করল এলাকা...

Tuskers Attacks Malbazar: ধানের এই করুণ পরিস্থিতি দেখে মাথায় হাত সেখানকার চাষিদের। এদিন তাঁরা ক্ষোভ উগরে দেন। বন দফতরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, লোকালয়ে ঢুকে পড়া হাতির পালের গতিবিধি নিয়ন্ত্রণে বনকর্মীদের প্রচেষ্টায় কোনও খামতি নেই।

Updated By: Sep 9, 2023, 04:28 PM IST
Malbazar: ফের দাঁতালের হানা! রাতের অন্ধকারে হাতির পাল তছনছ করল এলাকা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের হাতির হানা। ৩০টি হাতির পাল এবার তছনছ করে দিল এলাকার ১৫ বিঘা জমির ধান। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালবাজার মহকুমার নাগরাকাটার লুকসান চা-বাগানের জঙ্গল লাইনে। ধান এখন ক্রমশ বাড়ছে। সেই ধানের এই করুণ পরিস্থিতি দেখে মাথায় হাত সেখানকার চাষিদের। শনিবার সকালে তাঁরা এনিয়ে ক্ষোভ উগরে দেন। বন দফতরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, লোকালয়ে ঢুকে পড়া হাতির পালের গতিবিধি নিয়ন্ত্রণে বনকর্মীদের চেষ্টায় কোনও খামতি নেই। জঙ্গল লাইনের ক্ষতিগ্রস্তরা আবেদন করলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।

আরও পড়ুন: Kalna: মৃতের ট্রাউজারের পকেটে কয়েক হাজার টাকা! তাজ্জব মর্গের কর্মীরা...

বন দফতর সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়নার জঙ্গল থেকে হাতির পালটি বেরিয়ে গ্রাসমোড় চা-বাগানের ৪ নম্বর গেট হয়ে রাতে লুকসান চা-বাগানে হানা দেয়। সেখানকার জঙ্গল লাইন-লাগোয়া স্থানে কুজি ডায়না নদীর  ধারে বিস্তীর্ণ জমিতে এলাকার চাষিরা প্রতি বছরই ধান চাষ করেন। রাতে হাতির দলটির লক্ষ্যই ছিল ওই সবুজ ধানখেত। কচি ধানের কান্ডের রস হাতির অত্যন্ত প্রিয়। কিছুটা সাবাড়ের পরে বাকি অংশ পায়ের তলায় পিষ্ট হয়ে নষ্ট হয় ধানগাছগুলি। 

বিন্দু এক্কা নামে এক মহিলা বলেন, তাঁর পরিবারে ১০ জন লোক। অথচ বাগানে কাজ রয়েছে ১ জনের। একার রোজগারে সংসার চলে না। এই ধানই ছিল সারা বছরের ভাতের ভরসা। ওই আশাও শেষ হয়ে গেল।

আরও পড়ুন: Malbazar: বর্ষায় স্কুলে যেতে পারে না খুদেরা, 'কেন এলাকায় স্কুল নেই!' আর্তি ঘরবন্দি পড়ুয়ার...

শনিবার সকালে ক্ষতিগ্রস্ত চাষিদের একাংশ তাঁদের সমস্যার কথা জানাতে ডায়না রেঞ্জ অফিসে আসেন। বন দফতরের পক্ষ থেকে টহলদারি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.