ঘরে স্ত্রীর রক্তাক্ত দেহ, বাইরে কুড়ুল হাতে টহল স্বামীর

বচসা চলাকালীনই স্ত্রী মামণিকে কুড়ুল দিয়ে কোপাতে শুরু করে ভীম।

Updated By: Jul 14, 2018, 04:19 PM IST
ঘরে স্ত্রীর রক্তাক্ত দেহ, বাইরে কুড়ুল হাতে টহল স্বামীর
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল মত্ত স্বামী। তারপর সেই কুড়ুল হাতেই বাড়ির চারদিকে ঘুরে 'আস্ফালন' করতে থাকে অভিযুক্ত। হাড়হিম করে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের শাপধরায়।

ঝাড়গ্রামের শাপধরার পুকুরিয়া গ্রামের বাসিন্দা ভীম মল্লিক। অভিযোগ, শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে বচসা বাঁধে ভীমের। বচসা চলাকালীনই স্ত্রী মামণিকে কুড়ুল দিয়ে কোপাতে শুরু করে ভীম। রক্তাক্ত দেহে লুটিয়ে পড়ে মামণি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে, স্ত্রীকে খুন করেই শান্ত হয়নি ভীম। এলাকাবাসী দেখেন, রক্তমাখা কুড়ুল হাতে বাড়ির চারপাশে ঘুরছে ভীম। গ্রামবাসীরাই পুলিসে খবর দেয়। তারপরই পুলিস এসে দেহ উদ্ধার করে ও অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন, স্ত্রীর 'দ্বিতীয় বিয়ে'র কথা জানতে পেরেই কি খুন চাপে সুলতানের মাথায়?

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্ত্রীর উপর অত্যাচার চালাচ্ছিল অভিযুক্ত। স্বামী-স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি লেগে থাকত। শুক্রবার রাতে তা চরম আকার ধারণ করে। মল্লিক দম্পতির দুটি সন্তানও রয়েছে।

.