Live: রথে ফূর্তি চলছে, জগন্নাথের রথযাত্রাকে কালিমালিপ্ত করছে : রায়গঞ্জে Mamata

Last Updated: Wednesday, February 10, 2021 - 13:45
Live: রথে ফূর্তি চলছে, জগন্নাথের রথযাত্রাকে কালিমালিপ্ত করছে : রায়গঞ্জে Mamata

10 February 2021, 13:45 PM

  • গত ১০ বছরে দেশে প্রায় ৪০ শতাংশ বেকার বেড়েছে।
  • আর বাংলায় বেকার ৪০ শতাংশ কমেছে।
  • খাদ্য সাথীতে বিনে পয়সায় বাংলার মানুষ রেশন পান।
  • স্বাস্থ্যসাথীতে বিনে পয়সায় চিকিত্সা পরিষেবা।
  • এই সুবিধা দেশের আর কোনও রাজ্যে আছে?
  • তাই তারা আমাদের নামে মিথ্যে কুত্সা, অপপ্রচার করছে।
  • মিথ্যে বলে বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে।

10 February 2021, 13:30 PM

  • ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী এনেও ভয় দেখাবে।
  • ওদের কাজই হল ভয় দেখিয়ে মানুষের ভোট আদায় করা।
  • মিছিল করে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে।
  • বীরসা মুন্ডার জায়গায় শিকারির গলায় মালা দিচ্ছে।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না।
  • বিজেপি নেতারা তো বাংলার সংস্কৃতির কিছুই জানেন না।
  • দাঙ্গার বাংলা করতে চায় বিজেপি
  • বহিরাগত গুন্ডারা এসে বাংলা শাসন করবে না।

 

10 February 2021, 13:30 PM

বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ

  • রথযাত্রার নামে যাত্রা চলছে।
  • রথে বিরিয়ানি আর ফূর্তি চলছে।
  • রথ তৈরি করে ভোগের জিনিস নিয়ে যাত্রা করে বেড়াচ্ছে।
  • এটা জগন্নাথের রথও না, ইসকনের রথও না।
  • এই রথযাত্রা দেখে লজ্জায় মাথা নীচু হয়।
  • রথযাত্রার নামে বিজেপির নাটক দেখতে রাজি নই।
  • পাঁচতারা হোটেলের মত রথ তৈরি করেছে।
  • জগন্নাথের রথযাত্রাকে কালিমালিপ্ত করছে।
  • জনগণের টাকায় ফূর্তি করছে।
  • রথে অর্জুনও চড়েছে, রথে রাবণও চড়েছে

10 February 2021, 13:15 PM

বিজেপিকে চড়া সুরে আক্রমণ

  • বিজেপির টাকা আছে বলে খুব অহঙ্কার করে।
  • কিন্তু টাকার থেকে মানবিকতার দাম অনেক বেশি।
  • মানুষের রক্ত নিয়ে খেলে আর মুখে ধর্মের বাণী।
  • বাংলায় যেমন-তেমন করে ক্ষমতা দখল করতে চায় বিজেপি।
  • কিন্তু মনীষীদের বাংলাকে দখল এত সহজ নয়।
  • বাংলার ঐতিহ্য সম্পর্কে তাদের কোনও জ্ঞান নেই।
  • বিজেপি নেতারা তো সব বাইরে থেকে এসেছে।
  • বিজেপি শুধু টাকা ছড়িয়ে ক্ষমতা দখল করতে চায়।
  • কিন্তু এটা দিল্লি কা লাড্ডু নয়, এটা রবীন্দ্রনাথ-নজরুলের বাংলা।
  • টাকা মাটি, মাটি টাকা, বলেছেন রামকৃষ্ণদেব।

10 February 2021, 13:15 PM

  • যারা ভোগী তারা ঘরে বসে ভোগ করুন, যারা ত্যাগী তারা মানুষের কাজ করুন
  • গুছিয়ে নেওয়ার পর তৃণমূল থেকে অনেকেই পালিয়ে গিয়েছে
  • ভালো-মন্দ লোক নিয়ে তৈরি হয় একটা রাজনৈতিক দল 
  • আমি শুধু কাজের লোকেদেরই প্রার্থী হওয়ার টিকিট দেব
  • যারা অকাজের তাদের আমাদের দলে কোনও স্থান নেই
  • ভোগী-লোভীদের কথা ভুলে যান

10 February 2021, 13:15 PM

  • অনেক বর্ণ, অনেক জাতিকে নিয়ে একসঙ্গে চলতে হয়
  • আমি নিজে থাকব, আর কাউকে মানব না, সেটা ভুল
  • তৃণমূল কংগ্রেস টিকিট দেয়, যারা কাজ করে তাদেরকে।
  • কারোও কাছে মাথা নত করে তৃণমূল কংগ্রেস টিকিট দেয় না
  • রায়গঞ্জ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা।