Mausam Noor: অভিমান ভুলে পথে নামলেন 'বেসুরো' মৌসম, তৃণমূলের হয়ে মালদায় প্রচার

Lok Sabha election 2024: এদিন তিনি বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা প্রচারে তুলে ধরবেন। তবে তৃণমূল কংগ্রেসে ইজ্জত নেই। শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে ইংরেজবাজার ব্লকে অমৃতিতে প্রচার মৌসমের। 

Updated By: Mar 22, 2024, 02:27 PM IST
Mausam Noor: অভিমান ভুলে পথে নামলেন 'বেসুরো' মৌসম, তৃণমূলের হয়ে মালদায় প্রচার
ফাইল ছবি

রণজয় সিংহ: অভিমান ভুলে শুক্রবার থেকেই ভোটপ্রচারে নামছেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে ইংরেজবাজার ব্লকে অমৃতিতে প্রচার করবেন মৌসম বেনজির নুর। এদিন তিনি বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা প্রচারে তুলে ধরবেন। তবে তৃণমূল কংগ্রেসে ইজ্জত নেই। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থীর মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বলেন, এটা তাঁর ব্যক্তিগত মতামত। পরিবারের সদস্য কংগ্রেস দলের প্রার্থী হয়েছেন, ফলে তার সঙ্গে রাজনৈতিক লড়াই থাকবেই।'

আরও পড়ুন, Lok Sabha Election 2024: শ্রীরামপুরে CPIM-ISF জোটে ধাক্কা! বাম নেত্রী দীপ্সিতার বিপক্ষে দাঁড়াচ্ছে নওশাদের প্রার্থী

লোকসভার লড়াইয়ে টিকিট না মেলায় অভিমান হয়েছিল তাঁর। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। দলীয় প্রচারেও দেখা যায়নি তাঁকে। এ বার মালদহের দু’টি লোকসভা আসন— মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে যথাক্রমে প্রসূন বন্দ্যোপাধ্যায় ও শাহনাওয়াজ আলি রায়হানকে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। দলীয় সূত্রে খবর, মালদহে উত্তরের প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল মৌসমের।

শোনা যায়, তিনি দলের সিদ্ধান্তে সন্তুষ্ট নন। এমনকী তাঁর দলবদল নিয়েও জোর জল্পনা শুরু হয়েছিল। তারপরে অবশ্য তৃণমূল নেত্রীর সেরকম কোনও মন্তব্য পাওয়া যায়নি। মৌসম বেনজির নূর জানান, 'নিজের ব্যক্তিগত কাজে ২ দিনের জন্য দিল্লি গিয়েছিলেন তিনি। তারপর শারীরিক অসুস্থতার জন্য কলকাতার বাড়িতে বিশ্রামে ছিলেন। একইসঙ্গে তিনি এও স্পষ্ট করলেন যে, কোনওরকম দল পরিবর্তন করছেন না তিনি।'

আরও পড়ুন, Holi: কর্নফ্লাওয়ারে বিটফলের রস মেলালেই তৈরি ভেষজ গোলাপি আবির! রয়েছে আরও রং... 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.