Adhir Chowdhury: 'মমতা-খোকাবাবু আসুন আমি লড়তে চাই', বহরমপুরে হারানোর চ্যালেঞ্জ অধীরের

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে এদিন লোকসভায় বিরোধী দলের নেতা বলেন, 'চ্যালেঞ্জ দিচ্ছি বাংলার দিদিকে আমি। বাংলার সর্বশক্তিমান মহিলা, সর্বশক্তিমান মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর প্রিয় খোকাবাবু, আপনারা আসুন, আমি লড়তে চাই আপনাদের সঙ্গে।'

Updated By: Mar 11, 2024, 02:38 PM IST
Adhir Chowdhury: 'মমতা-খোকাবাবু আসুন আমি লড়তে চাই', বহরমপুরে হারানোর চ্যালেঞ্জ অধীরের
ফাইল ছবি

সোমা মাইতি: ব্রিগেটের ময়দান থেকেই লোকসভা নির্বাচন ২০২৪-এর প্রার্থী ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ২০২৪-এর লোকসভা ভোটে রাজ্যের ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। বহরমপুরে লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নিয়ে অধীর চৌধুরী বলেন, 'আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে দাঁড়াক একবার। কিংবা তাঁর খোকাবাবুকে পাঠাক। কিংবা বলুক আমার স্পনসর এই লোক। একে হারানো মানে আমি হেরে যাওয়া। বলুক একবার।'

আরও পড়ুন, Locket Chatterjee: 'আসল দিদি নম্বর ১ সন্দেশখালির মহিলারা', দলীয় কর্মসূচিতে বললেন লকেট, অদৃশ্য MP কটাক্ষ তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে এদিন লোকসভায় বিরোধী দলের নেতা বলেন, 'চ্যালেঞ্জ দিচ্ছি বাংলার দিদিকে আমি। বাংলার সর্বশক্তিমান মহিলা, সর্বশক্তিমান মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর প্রিয় খোকাবাবু, আপনারা আসুন, আমি লড়তে চাই আপনাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছি আপনাদের যদি না হারাতে পারি আমি রাজনীতি করা ছেড়ে দেব। আর আপনারা যদি আপনারা হারেন বলুন, আপনারা আর বাংলায় রাজনীতি করবেন না। হোক চ্যালেঞ্জ, হোক কলবর হবে না, হোক চ্যালেঞ্জ আমি বলছি।' 

একতরফা তৃণমূলের প্রার্থী ঘোষণা ঠিক হয়নি বলেছেন জয়রাম রমেশ। এই নিয়ে অধীর চৌধুরী বলেন, 'জয়রাম রমেশের এতদিন পর দিব্যচক্ষু খুলছে তো আমি কি করব। আমি অনেক আগে বলে দিয়েছিলাম একথা।' কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতির আরও বক্তব্য, 'চুরি ছাড়া বাংলা চলবে না, ইয়ে দিদি কী গ্যারান্টি। আর মোদীর গ্যারান্টি চুনিন্দা পুঁজিপতি কী ইলাবা অউর কিসি কী বিকাশ নেহি হোগা, ইয়ে মোদী কী গ্যারান্টি। দোনো গ্যারান্টি মে কহি ওয়্যারেন্টি নেহি হ্যায়।'

একদিনের মধ্যে নির্বাচনী বন্ডের সমস্ত তথ্য জমা দিতে হবে, সুপ্রিম রায় নিয়ে অধীর চৌধুরী বলেন, 'সাবাস সাবাস সাবাস, দেশ বাঁচবে যদি সুপ্রিম কোর্ট জেগে থাকে। সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী ঘোষণায় আমাকে একথা বলতেই হবে।' তৃণমূলের প্রার্থী নিয়ে অধীর চৌধুরীর বক্তব্য, 'দিদি আর মোদী একসঙ্গে ভোট করছে। ভোটের মধ্যে দিয়ে দিদির স্পষ্ট বার্তা মোদীকে, যে আমি এখানে তোমার সঙ্গে পাঙ্গা লড়ব না। আমি তোমার সঙ্গে টক্কর দেব না। আমার বিরুদ্ধে যাতে কিছু না হয়, আমার বিরুদ্ধে যাতে ভুল না বোঝ, এই বার্তা কিন্তু মোদীকে দিয়ে দিল বাংলার দিদি। এই আশঙ্কা আমার অনেক দিন আগে ছিল সেই আশঙ্কা সত্যি হল।'

গিয়াসউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ নিয়ে অধীর চৌধুরী দাবি, 'জিজ্ঞাসাবাদ করুক তাতে আমার কি যায় আসে। কিন্তু ইডি কতটা যাবে সিবিআই কতটা করবে তা নিয়ে অবশ্যই অবিশ্বাস আছে। কারণ রাজভবনে যখন দিদি গেলেন তারপর এসে দিদি বললেন, অনেক গল্প হয়েছে, অনেক মন খুলে কথা হয়েছে। কি মন খুলে কথা হয়েছে যতক্ষণ না দিদি বলছেন ততক্ষণ ইডি-সিবিআইয়ের উপরে আমার অন্তত ভরসা নেই।'

আরও পড়ুন, Srikanta Mahato | Shalbani: ভোটের মুখে উলটো সুর, তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ রাজ্যের মন্ত্রীর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.