হুগলির সব বুথ স্পর্শকাতর, সব বুথেই আধাসেনা, ঘোষণা বিবেক দুবের

হুগলি গ্রামীণ এলাকায় ১৫১ কোম্পানি ও চন্দননগর কমিশনারেট এলাকায় ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

Updated By: May 1, 2019, 07:54 PM IST
হুগলির সব বুথ স্পর্শকাতর, সব বুথেই আধাসেনা, ঘোষণা বিবেক দুবের

নিজস্ব প্রতিবেদন : হুগলি জেলার সব বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করলেন স্পেশাল পুলিস অবজার্ভার বিবেক দুবে। ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিন বিবেক দুবে জানান, সমস্ত স্পর্শকাতর এলাকাতেই ফ্ল্যাগ মার্চ করবে বাহিনী। চলবে এরিয়া ডমিনেশন। প্রস্তুতি খুব ভালো রয়েছে। পর্যাপ্ত বাহিনী রয়েছে হাতে। পঞ্চম দফার ভোটে তাই ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। তিনি আরও বলেন, রাজ্য পুলিস তার নিজের কাজ করবে। আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য পুলিসের। কেন্দ্রীয় বাহিনী এই কাজে রাজ্য পুলিসকে সহযোগিতা করবে।

আরও পড়ুন, 'ফণি'র হাত থেকে বাঁচতে বাতিল ৭৪টি এক্সপ্রেস, লোকালেরও সময়সূচি বদলের সম্ভাবনা

হুগলি গ্রামীণ এলাকার জন্য ১৫১ কোম্পানি ও চন্দননগর কমিশনারেট এলাকার জন্য ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বিবেক দুবে। আরও জানিয়েছেন, একটি ভোটগ্রহণ কেন্দ্রের বুথের সংখ্যা অনুযায়ী সেখানে বাহিনী রাখা হবে। যদি কোনও ভোটকেন্দ্রে একটা বুথ থাকে, তবে সেখানে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে।

.