'ফণি'র হাত থেকে বাঁচতে বাতিল ৭৪টি এক্সপ্রেস, লোকালেরও সময়সূচি বদলের সম্ভাবনা

May 01, 2019, 19:33 PM IST
1/9

ফণি আতঙ্কে কাঁটা সবাই। আবহবিদরা বলছেন, ৩ মে গোপালপুর ও চাঁদবালির মাঝে আছড়ে পড়বে ঝড়। ঝড়ের গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার।

2/9

ফণির প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ- এই ৩ রাজ্যের উপকূল অঞ্চলে কড়া সতর্কতা জারি করা হয়েছে। উপকূল খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে।  

3/9

পাশাপাশি, ফণির জেরে বাতিল করা হচ্ছে ৭৪টি ট্রেনও। যাত্রী সুরক্ষায় পূর্ব উপকূলগামী ৭৪টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন রেলওয়ে।

4/9

২ মে বিকেল থেকে ভুবনেশ্বর ও পুরীগামী সব ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ মে-ও বাতিল থাকবে ট্রেন।  

5/9

বাতিল করা হয়েছে  ২ মে-র হাওড়া থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেস। ২ মে হাওড়া থেকে ছাড়বে না করমণ্ডল এক্সপ্রেসও।

6/9

২ মে বিকেল থেকে ভদ্রক-বিজয়নগরমের মধ্যে সব ট্রেন বন্ধ থাকবে দুর্যোগ না কাটা পর্যন্ত। ভূবনেশ্বর, পুরী, বিশাখাপাটনম সহ দক্ষিণ ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, সেকেন্দ্রাবাদগামী সব ট্রেনের সূচি-ই নিয়ন্ত্রণ করা হচ্ছে।

7/9

পাশাপাশি, শিয়ালদা ও হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাতিলও করা হতে পারে বেশকিছু ট্রেন।

8/9

দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা (১)  

9/9

দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা (২)