ভাসছে মালবাজার; ফের ধুয়ে গেল ঘিস নদীতে রেলের আন্ডারপাসের গার্ডওয়াল, বন্ধ হতে পারে ট্রেন চলাচল

ঘিস নদীর আন্ডারপাস বসে যাওয়ায় তা যেকোন মুহূর্তে ধসে যেতে পারে। তাহলে ফের বন্ধ হয়ে যাবে এই রুটে ট্রেন চলাচল

Updated By: Jul 25, 2019, 09:56 AM IST
ভাসছে মালবাজার; ফের ধুয়ে গেল ঘিস নদীতে রেলের আন্ডারপাসের গার্ডওয়াল, বন্ধ হতে পারে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদন: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভাসছে মালবাজার মহকুমা। ডুয়ার্সের সব নদীতেই উপচে পড়ছে জল। নাগরাকাটা ব্লকের সুখানি নদীতে ভেঙে গিয়েছে সেতু। জলপাইগুলিতেও জল ঢুকেছে বিভিন্ন এলাকায়। ফুঁসছে ঘিস নদী।

আরও পড়ুন-সমাজকর্মী নওলাখার সঙ্গে যোগসাজস ছিল হিজবুলের, আদালতে চাঞ্চল্যকর দাবি মহারাষ্ট্র পুলিসের

কিছুদিন আগেই ঘিস নদীর আন্ডারপাস জলের তোড়ে ভেঙে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। স্তব্ধ হয়ে যায় ডুয়ার্সের ওপর দিয়ে ট্রেন চলাচল। তা মেরামতি করা হলেও ফের তা ভাঙার মুখে। এলাকায় সবচেয়ে জল বেড়েছে ঘিস নদীতে। সেই জলে ফের বসে গিয়েছে ঘিস নদীতে রেলের আন্ডার পাসের গার্ডওয়াল। বুধবার বানাহাট, হাসিমারায় দাঁড়িয়ে পড়ে একের পর এক দূরপাল্লার ট্রেন। এগুলির মধ্যে ছিল রঙ্গিয়া এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস, আগরতলা রাজধানী এক্সপ্রেস।

আরও পড়ুন-অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি, ফের উত্তপ্ত জগদ্দল

মঙ্গলবার রাতের টানা বৃষ্টিতে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে হাটু সমান জল বইছে মালবাজারের ঘিস নদী এলাকায়। ঘিস নদীর জল এখন ধাক্কা মারছে ৩১ নম্বার জাতীয় সড়কে। ইতিমধ্যেই জাতীয় সড়কের কিচ্ছু অংশ ক্ষতির মুখে। যে কোন মুহূর্তে তা ভেসে যেতে পারে।

ঘিস নদীর আন্ডারপাস বসে যাওয়ায় তা যেকোন মুহূর্তে ধসে যেতে পারে। তাহলে ফের বন্ধ হয়ে যাবে এই রুটে ট্রেন চলাচল।

.