Panchayat Election 2023: বেজে গিয়েছে পঞ্চায়েতের ডঙ্কা, কে কাকে টেক্কা দেবে পুরুলিয়ায়?

বিগত লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্র দখল করেছে বিজেপি। আবার বিগত বিধানসভা নির্বাচনে ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। অর্থাৎ জঙ্গলমহল পুরুলিয়ায় পঞ্চায়েতের তুলনায় লোকসভা এবং বিধানসভায় ভালো ফল করেছিল পদ্ম শিবির। এবারও কি সেই জয়ের ধারা ধরে রাখতে পারবে বিজেপি, নাকি বাজিমাত করবে ঘাসফুল শিবির? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুরুলিয়া জেলা জুড়ে ।

Updated By: Jun 14, 2023, 03:15 PM IST
Panchayat Election 2023: বেজে গিয়েছে পঞ্চায়েতের ডঙ্কা, কে কাকে টেক্কা দেবে পুরুলিয়ায়?
নিজস্ব চিত্র

মনোরঞ্জন মিশ্র: বেজে গিয়েছে পঞ্চায়েতের ডঙ্কা। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে শাসক, বিরোধী উভয় রাজনৈতিক দল। চলছে শেষ মুহূর্তের মনোনয়ন পত্র জমার কাজ। জোর কদমে চলছে দেওয়াল দখল। একে অপরকে টেক্কা দিতে তৈরি সব রাজনৈতিক দল।

বিগত পঞ্চায়েত নির্বাচন থেকেই জঙ্গলমহল পুরুলিয়ায় ভালো ফল করেছিল পদ্ম শিবির। একের পর এক নির্বাচনে বাজিমাত করেছে বিজেপি। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে আরও ভালো ফল করতে প্রস্তুতি চরমে বিজেপির।

অন্যদিকে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া শাসক দল । ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে মোট ৩৮ আসন বিশিষ্ট জেলা পরিষদে তৃণমূল পেয়েছিল ২৫টি, বিজেপি ১০টি এবং কংগ্রেস পেয়েছিল ৩টি।

তেমনই মোট ২০টি পঞ্চায়েত সমিতিতে তৃণমুল জয়ী হয়েছে ১৩টিতে, বিজেপি ৭টিতে। একইসঙ্গে ১৭০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল দখল করেছিল ৯০টি, বিজেপি ৬৪টি এবং কংগ্রেস দখল করেছিল ১৬টি।

আরও পড়ুন: Panchayat Election 2023: রণক্ষেত্র ভাঙড়ের বিবিরহাট, ক্যানিংয়ে বোমা-বন্দুকের তাণ্ডব, গুলিবিদ্ধ ১

বিগত লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্র দখল করেছে বিজেপি। আবার বিগত বিধানসভা নির্বাচনে ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি।

অর্থাৎ জঙ্গলমহল পুরুলিয়ায় পঞ্চায়েতের তুলনায় লোকসভা এবং বিধানসভায় ভালো ফল করেছিল পদ্ম শিবির। এবারও কি সেই জয়ের ধারা ধরে রাখতে পারবে বিজেপি, নাকি বাজিমাত করবে ঘাসফুল শিবির? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুরুলিয়া জেলা জুড়ে ।

আরও পড়ুন: ভোটের মুখে বাঁকুড়ায় তৃণমূল-বিজেপি, ২ শিবিরেই ভাঙন! পাল্লা ভারী কংগ্রেসের

জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা বলেন, ‘বিজেপি দলে আগে যারা ছিলেন, তারা এখনও আমাদের দলেই রয়েছেন। কর্মীরাই আমাদের সম্পদ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আরও ভালো ফল করবে বিজেপি’।

পাল্টা জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়ার দাবি, ‘তৃনমূল কর্মীরা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করেন। মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। তাই প্রত্যেক আসনে তৃণমুল জয়লাভ করবে’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.