এগরা মহকুমা হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন মানুষজন!

রোগী সুস্থ হবে কী! হাসপাতালই অসুস্থ । এগরা মহকুমা হাসপাতাল । নামেই মহকুমা হাসপাতাল, অস্বাস্থ্যকর পরিবেশ , তাতে রোগী সুস্থ হওয়া তো দুরস্থ বরং হাসপাতালে যেতেই ভয় পাচ্ছেন মানুষজন।

Updated By: Apr 16, 2017, 08:05 PM IST
এগরা মহকুমা হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন মানুষজন!

ওয়েব ডেস্ক: রোগী সুস্থ হবে কী! হাসপাতালই অসুস্থ । এগরা মহকুমা হাসপাতাল । নামেই মহকুমা হাসপাতাল, অস্বাস্থ্যকর পরিবেশ , তাতে রোগী সুস্থ হওয়া তো দুরস্থ বরং হাসপাতালে যেতেই ভয় পাচ্ছেন মানুষজন।

আরও পড়ুন এবারের আইপিএলে চার ম্যাচে হরভজন সিংয়ের পারফরম্যান্স কিন্তু বেশ ভাল

এটাই হাসপাতালের দুরবস্থার চরম নিদর্শন এমনটা নয় কিন্তু। রয়েছে নোংরা উপচানো নালি, কুকুর ছাগলের রমরমা। আর হাসপাতালের ভিতরের অবস্থা, সে যে কেমন বোঝাই যাচ্ছে বাইরেটা দেখে।

আরও পড়ুন প্রাণ দিয়ে প্রভুকে বাঁচাল কুকুর, আততায়ীর প্রতিটা ছুরির কোপ নিজের শরীরে নিল

এখানেই শেষ নয় হাসপাতালের এখানে সেখানে পড়ে রয়েছে মেয়াদ উত্তীর্ন ওষুধ। দেখার কেউ নেই। বাধ্য হয়ে রোগীরা যাচ্ছেন পাশেই কাঁথি মহকুমা হাসপাতালে। বেশি রোগী আসায় রেফার বাড়ছে কাঁথিতে। আর এই কার্যকারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে কাঁথি, এগরা দুই মহকুমার মানুষই।

.