সুন্দরবনে জলদস্যুদের জাহাজ অপহরণের ছক বানচাল করল পুলিস

Updated By: Oct 28, 2017, 02:05 PM IST
সুন্দরবনে জলদস্যুদের জাহাজ অপহরণের ছক বানচাল করল পুলিস

নিজস্ব প্রতিবেদন : সুন্দরবনের জঙ্গলে জলদস্যুর সঙ্গে গুলির লড়াই বাঁধল পুলিসের। পণ্যবাহী জাহাজ অপহরণের ছক বানচাল করে দিল পুলিস। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝড়খালি উপকূল থানার বিদ্যা নদীতে হামালবেড়িয়া জঙ্গলের কাছে ।

পুলিস সূত্রে খবর,  শুক্রবার তাঁদের কাছে খবর আসে যে সাত-আট জনের জলদস্যুদের একটি দল সুন্দরবনে বিদ্যা নদীতে ঢুকেছে। বাংলাদেশি পণ্যবাহী জাহাজ তাদের টার্গেট। এরপরই বারুইপুরের পুলিস সুপারের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী জলপথে রওনা দেয়। রাত একটা নাগাদ হামালবেডিয়ায় পুলিসের নজরে চলে আসে জলদস্যুদের বোটটি।

পুলিসের উপস্থিতি টের পাওয়া মাত্রই গুলি চালাতে শুরু করে দেয় জলদস্যুরা। দু রাউন্ড গুলি চালায় তারা। পাল্টা গুলি চালায় পুলিসও। অন্ধকার ও কুয়াশার সুযোগে এরপর জঙ্গলে ঢুকে গা-ঢাকা দেয় জলদস্যুরা। তাদের বোট থেকে দুটি গুলির খোল ও দুটি ওয়ান শটার উদ্ধার করেছে পুলিস।

আরও পড়ুন, ব্যান্ডেলের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা খুনের মোটিভ কী? মিলছে না উত্তর

.