শ্রীরামপুরের বন্ধ জুটমিল খোলার দাবিতে অবস্থান বিক্ষোভ ৩ হাজার শ্রমিক

বছর ঘুরে গিয়েছে, তবু রুজিরুটি সংস্থান হয়নি প্রায় ৩হাজার শ্রমিকের। বন্ধ হয়ে পড়ে রয়েছে  শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিল। এবার মিল খোলার দাবিতে দিনভোর অবস্থান বিক্ষোভ শ্রমিকদের। তৃণমূল শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির ডাকে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে এই অবস্থান চলছে। 

Updated By: Jun 4, 2019, 02:51 PM IST
শ্রীরামপুরের বন্ধ জুটমিল খোলার দাবিতে অবস্থান বিক্ষোভ ৩ হাজার শ্রমিক

নিজস্ব প্রতিবেদন: বছর ঘুরে গিয়েছে, তবু রুজিরুটি সংস্থান হয়নি প্রায় ৩হাজার শ্রমিকের। বন্ধ হয়ে পড়ে রয়েছে  শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিল। এবার মিল খোলার দাবিতে দিনভোর অবস্থান বিক্ষোভ শ্রমিকদের। তৃণমূল শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির ডাকে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে এই অবস্থান চলছে। 

আরও পড়ুন: বিজেপি-তৃণমূল সংঘর্ষে জ্বলল তৃণমূলের দলীয় কার্যালয়, তাণ্ডব পূর্ব মেদিনীপুরে

উল্লেখ্য, গত বছর মে মাস থেকে বন্ধ রয়েছে ইন্ডিয়া জুটমিল। ভোটের সময় শ্রমিকরা মিল খোলার আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি। অন্যদিকে রিষড়ার হেস্টিংস জুটমিল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল খুললেও ইন্ডিয়া জুটমিলের গেট খোলেনি আজও। শ্রমিকদের অভিযোগ, ইন্ডিয়া জুটমিল এক বছরের বেশি বন্ধ থাকায় মিলের প্রায় সারে তিন হাজার শ্রমিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। গতবছর পুজোতেও অন্ধাকারেই দিনগুজরান হয়েছে শ্রমিকদের। এবার ঈদেও মিল খোলার কোনো আশা দেখতে পাচ্ছেন না তাঁরা। তাই অবস্থান বিক্ষোভে বসে শ্রমিকরা।

Tags:
.