বিজেপি-তৃণমূল সংঘর্ষে জ্বলল তৃণমূলের দলীয় কার্যালয়, তাণ্ডব পূর্ব মেদিনীপুরে

বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তপন মাইতি ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন 'এই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়, তৃণমূলের কর্মীরা নিজেরাই পার্টি অফিসে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে এলাকায় উত্তেজনা তৈরীর চেষ্টা করছে। 

Updated By: Jun 4, 2019, 02:11 PM IST
বিজেপি-তৃণমূল সংঘর্ষে জ্বলল তৃণমূলের দলীয় কার্যালয়, তাণ্ডব পূর্ব মেদিনীপুরে

নিজস্ব প্রতিবেদন: ভোট মিটলেও, রাজনৈতিক উত্তাপ কমেনি এতটুকু। চলছে বিক্ষিপ্ত অশান্তি। শিরোনামে উঠে আসছে সংঘর্ষের খবর। ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পূর্ব মেদিনীপুরে। তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, লুটপাট করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পদ্মশিবিরের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের গোবরা অঞ্চলের আকনা গ্রামের ঘটনা। দুই দলের সংঘর্ষে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। 

আরও পড়ুন: হেলিপ্যাড বিতর্কে উত্তপ্ত গজলডোবা, বিক্ষোভে 'জয় শ্রী রাম' স্লোগান

বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তপন মাইতি ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন 'এই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়, তৃণমূলের কর্মীরা নিজেরাই পার্টি অফিসে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে এলাকায় উত্তেজনা তৈরীর চেষ্টা করছে। অপরদিকে তৃণমূলের জেলা যুব সহ সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, 'সম্প্রতি এলাকায় বিজেপি কিছুটা হালে পানি পেয়েছে, প্রভাব বিস্তার করেছে বলে মনে করছে। তাই সন্ত্রাস চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।"

.