ধেয়ে আসছে ভয়ঙ্করতম ঝড় 'ফণী', দিঘা-সহ রাজ্যের সমুদ্র পর্যটনকেন্দ্রগুলিতে চূড়ান্ত সতর্কতা

আবহাওয়া দফতরের দেওয়া সতর্কবার্তায় সমুদ্র পর্যটনের স্থানগুলি থেকে ২ থেকে ৪ মে-র মধ্যে দূরে থাকার কথা বলা হয়েছে।

Updated By: May 2, 2019, 10:23 AM IST
ধেয়ে আসছে ভয়ঙ্করতম ঝড় 'ফণী', দিঘা-সহ রাজ্যের সমুদ্র পর্যটনকেন্দ্রগুলিতে চূড়ান্ত সতর্কতা

নিজস্ব প্রতিবেদন: ফণীর সম্ভাব্য প্রভাব নিয়ে দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই চলছে মাইকিং। পর্যটকদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিঘা থেকে ৬৫০কিলোমিটার দূরে অবস্থান করছে ফণী। ৩ মে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়। শুক্রবার ফণী আছড়ে পড়বে ওড়িশা উপকূলে। পুরী উপকূল থেকে ১০ লক্ষ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। আজ থেকেই দক্ষিণবঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার। ৩-৪ মে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।  ফণির প্রভাবে আজ থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। শনিবার দক্ষিণবঙ্গে ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১১৫ কিলোমিটার। 

 

বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। সমুদ্র ফুঁসতে শুরু করেছে । ওয়াচ টাওয়ার থেকে উপকূলে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।
বেশিরভাগ পর্যটকই বুধবার সন্ধ্যায় ফিরে গিয়েছেন। বৃহস্পতিবার সকালের ট্রেনেও ফিরছেন বাকিরা। শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি প্রায় পর্যটক শূন্য। উপকূলে রেসকিউ সেন্টার প্রস্তুত করা হয়েছে।

ভোটের মধ্যে জেলায় জেলায় বিক্ষিপ্ত হিংসা, ভোজালির কোপ, বোমা বিস্ফোরণ
আবহাওয়া দফতরের দেওয়া সতর্কবার্তায় সমুদ্র পর্যটনের স্থানগুলি থেকে ২ থেকে ৪ মে-র মধ্যে দূরে থাকার কথা বলা হয়েছে।
পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হুগলি বন্দরে সিগন্যাল নম্বর টু দেখাতে বলা হয়েছে। সাগরে সিগন্যাল নম্বর ফাইভ দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

পশincluding-digha-053493.html

.