কেন তৃণমূল ছেড়েছেন? মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে ব্যাখ্যা দিলেন শুভেন্দু

কী কারণ জানালেন বিরোধী দলনেতা?

Updated By: Dec 9, 2021, 07:39 PM IST
কেন তৃণমূল ছেড়েছেন? মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে ব্যাখ্যা দিলেন শুভেন্দু

নিজস্ব প্রতিবেদন: নদিয়ার প্রশাসনিক বৈঠকে সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। এরপরই কৃষ্ণনগরের সাংসদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বুধবার নদিয়ার প্রশাসনিক বৈঠকের প্রায় শেষলগ্নে মহুয়া মৈত্রের (Mahua Moitra) উপর চোটে যান মুখ্যমন্ত্রী। সাংসদের নাম ধরে বলেন, "মহুয়া এখানে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই। কে কার পক্ষে-বিপক্ষে দেখার দরকার নেই। সাজিয়ে-গুছিয়ে লোক পাঠিয়ে ইউটিউবে বা ডিজিট্যালে দিয়ে দিলাম! এই রাজনীতি একদিন চলতে পারে চিরদিন নয়। যখন নির্বাচন হবে, তখন দল ঠিক করবে কে প্রতিদ্বন্দ্বিতা করবে, কে নয়। সুতরাং এখানে কোন মতপার্থক্য রাখা উচিৎ নয়।" সামেনই একাধিক পুর নির্বাচন (Municipal Election)। সেই নির্বাচনকে মাথায় রেখেই এদিন প্রশাসনিক সভা থেকে দলীয় নেতৃত্বকে সতর্ক করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। কোনও ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব শীর্ষ নেতৃত্ব যে বরদাস্ত করবে না, তা সাফ বুঝিয়ে দেন তিনি।

এই নিয়েই মুখ খোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) তীব্র সমালোচনা করেন তিনি। তিনি বলেন, "এই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আধিকারিক, জনপ্রতিনিধিদের অপমান করে নিজের ঔদ্ধত্য প্রকাশ করেন। আমার তৃণমূল কংগ্রেস ছাড়ার পিছনে এটাও একটা অন্যতম কারণ ছিল। মানুষের আত্মসম্মান রয়েছে। লাইভ হচ্ছে, তাঁর পিতা-মাতা দেখছেন। মুখ্যমন্ত্রীর কোনও বোধবুদ্ধি নেই।"

আরও পড়ুন: Weather Update: রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস, বাধা পাবে শীত?

আরও পড়ুন: Mamata Banerjee: মহুয়া মৈত্রকে কড়া বার্তা, নদিয়ায় TMC-র 'গোষ্ঠীদ্বন্দ্বে' ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.