চলন্ত ট্রেনের এসি কামরায় ছাত্রীর শ্লীলতাহানি
সোমবার শিয়ালদহ থেকে কিষাণগঞ্জ যাচ্ছিলেন ওই ছাত্রী। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় আগে থেকেই সংরক্ষিত টিকিট কাটা ছিল ছাত্রীর। সেই মতো নির্দিষ্ট আসনে গিয়েও বসেন তিনি।
![চলন্ত ট্রেনের এসি কামরায় ছাত্রীর শ্লীলতাহানি চলন্ত ট্রেনের এসি কামরায় ছাত্রীর শ্লীলতাহানি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/26/110444-train.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। চলন্ত ট্রেনে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনা।
আরও পড়ুন: রোজ রাতেই বাড়ির উঠোনে পড়ছে বড় বড় পায়ের ছাপ! আতঙ্ক এই গ্রামে
সোমবার শিয়ালদহ থেকে কিষাণগঞ্জ যাচ্ছিলেন ওই ছাত্রী। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় আগে থেকেই সংরক্ষিত টিকিট কাটা ছিল ছাত্রীর। সেই মতো নির্দিষ্ট আসনে গিয়েও বসেন তিনি। অভিযোগ, তার সহযাত্রী চলন্ত ট্রেনের মধ্যেই শ্লীলতাহানি করে। তাঁর সঙ্গে অশালীন আচরণ করে বলেও অভিযোগ।
আরও পড়ুন: প্রেমের অভিনয়, মোটা টাকার লোভ দেখিয়ে গৃহবধূকে ফুঁসলিয়ে পাচার যুবকের
মালদা জিআরপিতে অভিযোগ দায়ের করেন ছাত্রী। ঘটনার তদন্ত হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করেছে রেলপুলিস। কিন্তু এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। প্রশ্নের মুখে নারী নিরাপত্তাও। এসি কামরায় কি সেসময় নিরাপত্তারক্ষী ছিলেন না? থাকলেও তিনি কোথায় ছিলেন? সবই তদন্ত করে দেখা হচ্ছে।