চোপড়ায় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর মৃত্যু খবর পেয়েই তৃণমূল পার্টি অফিসে আগুন দিল জনতা

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার অস্ত্রোপচার করে শাহিদের দেহ থেকে ২২টি গুলির টুকরো বার করা হয়। তার পরও যদিও শাহিদকে বাঁচানো যায়নি। 

Updated By: Mar 12, 2019, 03:27 PM IST
চোপড়ায় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর মৃত্যু খবর পেয়েই তৃণমূল পার্টি অফিসে আগুন দিল জনতা

নিজস্ব প্রতিবেদন: বাঁচানো গেল না চোপড়ায় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীকে। মঙ্গলবার ভোরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় শাহিদ আলম নামে এক কংগ্রেস কর্মী। সেই খবর চোপড়ার লক্ষ্মীপুর এলাকায় পৌঁছতেই বিক্ষোভ ছড়ায়। স্থানীয় তৃণমূল কংগ্রেস অফিসটি ব্যাপক ভাঙচুর করে আগুন দিয়ে দেন গ্রামবাসীরা। 

দলীয় কর্মীদের 'টোটকা' দিতে প্রথম দফা ভোটের আগেই রাজ্যে আসছেন অমিত শাহ

সোমবার সকালে উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকার লক্ষ্মীপুর গ্রামের ডাঙাপাড়ায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হন শাহিদ আলম ও মহম্মদ হাসিবুল নামে ২ ব্যক্তি। ছররা গুলিতে আহত হন তাঁরা। প্রথমে তাঁদের দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার অস্ত্রোপচার করে শাহিদের দেহ থেকে ২২টি গুলির টুকরো বার করা হয়। তার পরও যদিও শাহিদকে বাঁচানো যায়নি। 

ওদিকে শাহিদের মৃত্যুর খবর ডাঙাপাড়ায় পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় তৃণমূলের পার্টি অফিসের ওপর চড়াও হন গ্রামবাসীরা। ঘরটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন তাঁরা। 

      

.