তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার সবং, গুরুতর জখম বিজেপি কর্মী

১২ মে ষষ্ঠ দফার ভোট, বলার অপেক্ষা রাখে না উত্তপও তুঙ্গে। আর এর মাঝেই ফের উত্তপ্ত সবং। এলাকার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  ১১ নম্বর মোহাড় অঞ্চলের উত্তর নিমকি মোহাড় বুথ এলাকার ঘটনা। অভিযোহ শনিবার রাত ১০টা নাগাদ বিমল মান্না নামে ওই বিজেপি কর্মী অনুষ্ঠানে যাচ্ছিলেন। তখনই লাঠি, বোম, বন্ধুক নিয়ে তাঁর ওপর হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। 

Updated By: May 10, 2019, 11:52 AM IST
তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার সবং, গুরুতর জখম বিজেপি কর্মী

নিজস্ব প্রতিবেদন: ১২ মে ষষ্ঠ দফার ভোট, বলার অপেক্ষা রাখে না উত্তপও তুঙ্গে। আর এর মাঝেই ফের উত্তপ্ত সবং। এলাকার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  ১১ নম্বর মোহাড় অঞ্চলের উত্তর নিমকি মোহাড় বুথ এলাকার ঘটনা। অভিযোহ শনিবার রাত ১০টা নাগাদ বিমল মান্না নামে ওই বিজেপি কর্মী অনুষ্ঠানে যাচ্ছিলেন। তখনই লাঠি, বোম, বন্ধুক নিয়ে তাঁর ওপর হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। 

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন গৃহবধূ

ঘটনায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া পা হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই কর্মীকে গুরুতর আহত অবস্থায় সবং হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

সবং থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

Tags:
.