গ্রামবাসীরাই চাঁদা তুলে ফেরাল গ্রামের মেয়েকে

গ্রামবাসীরাই চাঁদা তুলে ফেরাল গ্রামের মেয়েকে। মাস তিনেক আগে পথ দুর্ঘটনায় আহত হয় কালনার কালীগ্রামের বাসিন্দা ক্লাস সিক্সের ছাত্রী রিমি খাতুন। কলকাতার হাসপাতালে জানানো হয়, রিমির পা ঠিক করতে লাগবে ৪ লক্ষ টাকা।

Updated By: May 26, 2017, 09:21 PM IST
গ্রামবাসীরাই চাঁদা তুলে ফেরাল গ্রামের মেয়েকে

ওয়েব ডেস্ক : গ্রামবাসীরাই চাঁদা তুলে ফেরাল গ্রামের মেয়েকে। মাস তিনেক আগে পথ দুর্ঘটনায় আহত হয় কালনার কালীগ্রামের বাসিন্দা ক্লাস সিক্সের ছাত্রী রিমি খাতুন। কলকাতার হাসপাতালে জানানো হয়, রিমির পা ঠিক করতে লাগবে ৪ লক্ষ টাকা।

গয়না, জায়গা-জমি বন্ধক দিয়ে এক লক্ষ টাকা জোগার করেন রিমির বাবা। কিন্তু এই সামান্য টাকা দিয়ে মেয়ের চিকিত্সা হবে কি করে?  দিনমজুর পরিবারের পাশে দাঁড়ায় গ্রামের মানুষ। তাঁরাই চাঁদা তুলে ৪ লক্ষ টাকা জোগার করেন। কলকাতার হাসপাতালেই রিমির অস্ত্রোপচার হয়েছে। এখন সে কালনা হাসপাতালে চিকিত্সাধীন। ছোট্ট মেয়েটার সুস্থতার খবরে খুশির হাওয়া গোটা গ্রাম জুড়ে।

আরও পড়ুন, স্ত্রীকে খুন করে থানায় 'মিসিং ডায়েরি' করল স্বামী!

.