Weather Today: শীতের প্রবেশের আগে ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়, বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জলীয় বাষ্প জেলাগুলোতে প্রবেশ করার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ 

Updated By: Nov 11, 2021, 10:57 AM IST
Weather Today: শীতের প্রবেশের আগে ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়, বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার আগে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিল। কালীপুজোর পর থেকেই তাপমাত্রা কমেছিল হু হু করে। মনে করা হয়েছিল হয়ত সময়ের অনেকটা আগেই ঠান্ডা পড়বে। কিন্তু ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে সপ্তাহান্তে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জলীয় বাষ্প জেলাগুলোতে প্রবেশ করার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এদিন বেড়েছে। ফের বৃষ্টির সতর্কতা জারি হয়েছে  উত্তরবঙ্গে। ১২ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালে আবহাওয়া শুকনো থাকলেও তবে এর পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ নভেম্বর শনিবার দার্জিলিং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে যদিও। আগামী ৪ থেকে ৫ দিনে রাতের তাপমাত্রে ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে খবর। 

আরও পড়ুন, Murshidabad: তুলকালাম বড়ঞা; মৃতের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে আক্রান্ত মন্ত্রী, গাড়িতে ইটবৃষ্টি

অন্যদিকে, দক্ষিণবঙ্গের ৮ জেলায় অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকেই। বাড়বে রাতের তাপমাত্রাও। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আকাশ প্রধানত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৪৪ শতাংশ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.