Aparupa Poddar: 'তুই বাঁচবি তো?' হোয়াটসঅ্যাপ মেসেজে অপরূপাকে হুমকি! জোর চাঞ্চল্য...

জয়প্রকাশ মজমদার কটাক্ষের সুরে বলেন, 'এমনিতেই গরম, তার উপর জনতা সঙ্গে নেই, সংগঠন নেই... বিজেপি কর্মীদের মধ্য়ে হতাশা সাংঘাতিক। যার জন্যই এরা এরকমভাবে এলোমেলো ভয় দেখানোর রাস্তা নিচ্ছে।' 

Updated By: Apr 19, 2023, 11:23 AM IST
Aparupa Poddar: 'তুই বাঁচবি তো?' হোয়াটসঅ্যাপ মেসেজে অপরূপাকে হুমকি! জোর চাঞ্চল্য...

বিধান সরকার: অপরূপা পোদ্দারকে হুমকি! খুনের হুমকি অপরূপা পোদ্দারকে। একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে অপরূপা পোদ্দারকে। আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ সাংসদের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। একটি অপরিচিত নম্বর থেকে ওই মেসেজ আসে। যে মেসেজ বার্তায় লেখা,"তুই বাঁচবি তো?" 

স্বাভাবিকভাবেই এই মেসেজ পেয়ে ভয় পেয়ে যান সাংসদ। সাংসদের স্বামী সাকির আলি, যিনি রিষড়া পুরসভার কাউন্সিলর তিনি তখন বাড়িতে ছিলেন না। তিনি কলকাতায় ছিলেন। তাঁর সঙ্গে আলোচনা করেন সাংসদ। তারপরই এদিন সকালে থানায় গিয়ে ওই নাম্বার দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অপরূপা পোদ্দার। এই ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে  পুলিস। তদন্তে নেমে শেওড়াফুলির এক ব্যক্তিকে আটক করেছে পুলিস। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম অম্লান দত্ত। গত পুরসভা ভোটে বৈদ্যবাটি পুরসভায় তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এখন কী উদ্দেশ্য নিয়ে সাংসদকে এই মেসেজ করা হয়েছে? এর পিছনে অন্য কোনও অভিসন্ধি রয়েছে কিনা? তদন্তে নেমে সবটাই খতিয়ে দেখছে পুলিস। সাংসদকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পিছনে বিজেপি যোগ রয়েছে বলে দাবি সাংসদের। যে প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজমদার কটাক্ষের সুরে বলেন, 'পশ্চিমবঙ্গে বিজেপি দলটাই এখন চলছে মূলত ডাকাত অধিকারী, হুমকি ঘোষের কথাতে! একজন দিনে-রাতে হুমকি দিয়ে যাচ্ছেন। আর ডাকাত অধিকারীও ভয় দেখানো কথাবার্তা বলে যাচ্ছেন। সেই মতো কর্মীরা, ছোটখাট নেতারাও যে হুমকি দেবে, এসব করবে, এতে আর আশ্চর্যের কী আছে!' 

তিনি আরও বলেন, 'তাঁরা জনমত সঙ্গে  পাচ্ছে না, তাতে হতাশা বাড়ছে। এমনিতেই গরম, তার উপর জনতা সঙ্গে নেই, সংগঠন নেই, অমিত শাহ এসে একবারও পঞ্চায়েতের কথা বললেন না। উলটে ৩৫ আসন জেতার টার্গেট দিয়ে গেলেন, যেটা এদের কাছে আকাশকুসুম কল্পনা। সবমিলিয়ে বিজেপি কর্মীদের মধ্য়ে হতাশা সাংঘাতিক। যার জন্যই এরা এরকমভাবে এলোমেলো ভয় দেখানোর রাস্তা নিচ্ছে। পুলিস এর যোগ্য ব্যবস্থা নেবে।' 

আরও পড়ুন, 'আপনার লোকেরা খুন করেছে মাটিকুন্ডায়,' মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.