নাসার উপগ্রহে ধরা পড়ল রঙিন ক্রিসমাস দ্বীপের ছবি

মহাকাশ থেকে নাসার উপগ্রহে ধরা পড়ল রঙিন ক্রিসমাস দ্বীপের ছবি। ভারত মহাসাগরের দক্ষিণে অস্ট্রেলিয়ার অংশ এই দ্বীপমালা মূলত রঙিন প্রবাল তৈরি।

Updated By: Dec 25, 2014, 12:30 PM IST
নাসার উপগ্রহে ধরা পড়ল রঙিন ক্রিসমাস দ্বীপের ছবি
ছবি-নাসার সৌজন্যে

ওয়েব ডেস্ক: মহাকাশ থেকে নাসার উপগ্রহে ধরা পড়ল রঙিন ক্রিসমাস দ্বীপের ছবি। ভারত মহাসাগরের দক্ষিণে অস্ট্রেলিয়ার অংশ এই দ্বীপমালা মূলত রঙিন প্রবাল তৈরি।

নাসার অ্যাকুয়া উপগ্রহ ক্রিসমাস দ্বীপের উপর দিয়ে গত ১১ নভেম্বর যাওয়ার সময় এর Moderate Resolution Imaging Spectroradiometer এই পুঁচকে অ্যাটলের ছবি তোলে।

এই দ্বীপটি মাত্র ১৩৫ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই দ্বীপে ঘনঘন বৃষ্টি হয়।

অস্ট্রেলিয়ার অংশ হলেও এই দ্বীপটি উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে ২,৬০০ কিলোমিটার দূরে।

এই দ্বীপটি লাল কাঁকড়ার বাসভূমি বলে খ্যাত।

 

.