রোজ ২ জিবি ডেটা বিনামূল্যে পাবেন Jio গ্রাহকরা! কী ভাবে? জেনে নিন...

ইতিমধ্যেই Jio গ্রাহকরা অতিরিক্ত ডেটা পাওয়ার কথা জানিয়ে টুইট করেছেন। কী ভাবে পাওয়া যাচ্ছে এই অতিরিক্ত ডেটা? জেনে নিন...

Edited By: সুদীপ দে | Updated By: Apr 30, 2020, 01:38 PM IST
রোজ ২ জিবি ডেটা বিনামূল্যে পাবেন Jio গ্রাহকরা! কী ভাবে? জেনে নিন...

নিজস্ব প্রতিবেদন: যে প্ল্যানই অ্যাকটিভ থাকুক, নির্দিষ্ট প্ল্যানের ডেটা শেষ হলেই অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন Jio গ্রাহকরা! লকডাউনে গ্রাহকদের এই বিশেষ সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা।

ইতিমধ্যেই Jio গ্রাহকরা অতিরিক্ত ডেটা পাওয়ার কথা জানিয়ে টুইট করেছেন। জানা গিয়েছে, ২ মে পর্যন্ত সারা দেশের নির্বাচিত গ্রাহকদের প্রতিদিন অতিরিক্ত ২ জিবি ডেটা দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা।

আরও পড়ুন: নগদ ফুরিয়েছে? এবার অর্থ সাহায্য করবে WhatsApp!

কী ভাবে পাওয়া যাচ্ছে এই অতিরিক্ত ডেটা?

জানা গিয়েছে, Jio গ্রাহকরা তাঁদের নির্দিষ্ট অ্যাকটিভ প্ল্যানের ডেটা শেষ হওয়ার পরই এই অতিরিক্ত ২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এর জন্য গ্রাহককে My Jio অ্যাপে গিয়ে ‘My Plans' বিভাগে ক্লিক করতে হবে। তার পর এই ‘My Plans' বিভাগে গিয়েই নিজের অতিরিক্ত ডেটা সংগ্রহ করতে পারবেন Jio গ্রাহকরা। আপনিও অতিরিক্ত ডেটা পেয়েছেন কী না, তা দেখে নিতে পারবেন My Jio অ্যাপের ‘My Plans' বিভাগ থেকে। মনে করা হচ্ছে, লকডাউনে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতেই এই অতিরিক্ত ডেটা দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা।

.