চুরি করা এক লক্ষ ডলারের হীরে না জেনে মাত্র ১২ ডলারে বিক্রি

Updated By: Sep 28, 2014, 08:45 PM IST
চুরি করা এক লক্ষ ডলারের হীরে না জেনে মাত্র ১২ ডলারে বিক্রি

 

ওয়েব ডেস্ক: কখনও সখনও ভুল করলে আমরা জিভ কাটি। কিন্তু ওয়াল্টার মরিসন যে ভুলটা করলেন তাতে তার আফশোষ প্রকাশ করার জন্য কী করা উচিত সেটাই প্রশ্ন। ওয়াল্টার মরিসন কাজ করতেন বিমানবন্দরের সাফাই কর্মী হিসাবে। তা সেই সাফাই করতে গিয়ে নিজের ভাগ্যটা সাফাই করে আরও চকচকে করে নেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন। শেষ অবধি সেই সুযোগটা তো তিনি কাজে লাগাতে পারেলনই না, বরং উল্টে বিপদে পড়লেন।

ওয়াল্টার বিমানবন্দরে সাফাইয়ের কাজে ব্যস্ত ছিলেন। হঠাত্ই সে দেখতে পায় একটা কিসের যেন প্যাকেট। সাফাইকর্মী ওয়াল্টার তারপর আর কী, একেবারে হাত সাফাই করে বসলেন। লুকিয়ে সেই প্যাকেটটা নিয়ে জামায় লুকিয়ে ফেললেন। ওয়াল্টার ভাবলেন ওই প্যাকেটে রাখা আছে কিছু নগদ টাকা, বা কোনও ফাইল।

কিছুক্ষণ পরেই সে সেই প্যাকটটা মাত্র ২০ ডলারে বেচে ড্রাগ কিনে ফেলল। এদিকে, পুলিসও সেই চুরির দায়ে ওয়াল্টারকে গ্রেফতার করল। আদালতের সামনে কাঁদতে কাঁদতে ওয়াল্টার স্বীকার করল তার চুরির কথা।  বিচারকই ওয়াল্টারকে বললেন, "শোনো হে, তুমি শুধু চোর নয়, একজন বোকা মানুষও বটে। তোমার ওই প্যাকেটের মধ্যে ছিল ১ লক্ষ ডলারের হীরে।" বিচারকের কথা শুনে ওয়াল্টারের কান্না থামল, তবে এটা নিশ্চিত আফশোসে নিজেকে এওকটা কিছু শাস্তি সে দিয়েছে।  

.