চিলিতে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৫, জারি সুনামি সতর্কতা

চিলির পশ্চিম ইলাপেলে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৫। তীব্র কম্পনে ক্ষতিগ্রস্ত ইলাপেল, সালামানকা, লা লিগা, সানতিয়াগো। রিখটার স্কেলের মাত্রা ৮.৩। মধ্য চিলির নাজকা ও দক্ষিণ আমেরিকা প্লেটের সংঘর্ষে ৮ কিমি গভীর কম্পন হয়।  সুনামির সতর্কতা জারি করেছে চিলি সরকার।

Updated By: Sep 17, 2015, 01:13 PM IST
চিলিতে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৫, জারি সুনামি সতর্কতা

চিলির পশ্চিম ইলাপেলে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৫। তীব্র কম্পনে ক্ষতিগ্রস্ত ইলাপেল, সালামানকা, লা লিগা, সানতিয়াগো। রিখটার স্কেলের মাত্রা ৮.৩। মধ্য চিলির নাজকা ও দক্ষিণ আমেরিকা প্লেটের সংঘর্ষে ৮ কিমি গভীর কম্পন হয়।  সুনামির সতর্কতা জারি করেছে চিলি সরকার।

কোকিয়ম্বো শহরের উপকূলবর্তী এলাকায় ১৫ ফুট অবধি সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে, জানান স্থানীয় বাসিন্দারা। সুনামির আশঙ্কায় ক্যার্লিফোনিয়ার উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

.